টলি পাড়ার একসময়ের কিংবদন্তি অভিনেত্রী আজ রয়েছেন প্রায় পর্দার আড়ালে, সিনে জগত থেকে অনেক দূরে। অভিনেত্রীর নাম অনামিকা সাহা। ৯০ এর শতকের শেষের দিকে বাংলা সিনেমাতে প্রায় একচেটিয়া ভাবে নেতিবাচক চরিত্রে অভিনয় করে গেছেন।
তবে, অভিনেত্রী নেতিবাচক চরিত্রের অভিনয় করলেও ইতিবাচক চরিত্রে কাজ করেও যথেষ্ট প্রশংসিত হয়েছে তিনি। কিন্তু, এখনকার দিনে নতুন মুখের ভীড়ে দেখা মমেলে না তাঁর। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে তুলকালাম, মহাগুরু’র মত জনপ্রিয় সিনেমায় দেখা গেছে অনামিকা দেবীকে।
বর্তমানে অভিনেত্রীর এক ইন্টারভিউ বেশ নজর কেড়েছে নেটিজেনদের। এই সাক্ষাৎকারে নিজের ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন সব নিয়েই অকপটভাবে আলোচনা করতে দেখা গেছে অভিনেত্রীকে।
অনামিকা একজন দুর্দান্ত অভিনেত্রী ছিল তো বটেই। তার সঙ্গে তিনি শিখেছিলেন একাধারে নাচ,গান না জানি আরও কত কী? প্রাথমিকভাবে, পেশাগত জীবনে অভিনেত্রী মুলত একজন নৃত্যশিল্পী হিসেবেই কাজ করতেন। তবে, ভাগ্যের ফেরে তিনি হয়ে ওঠেন অভিনেত্রী। তারপর থেকেই সেই অর্থে আর কোন পর্দাতেই নাচ নিয়ে কাজ করতে তাকে দেখা যায়নি।
আরও পড়ুনঃ ফের জনপ্রিয় ধারাবাহিকে মুখ বদল! পরিবর্তে আসছেন রোশনী ভট্টাচার্য! কোন ধারাবাহিকে বদলাচ্ছে চরিত্র?
তবে অনামিকা দেবী জানান তার নাচ-গান-কবিতা শেখার আসল কারণ। বিয়ের জন্য পাত্রপক্ষের সামনে মেয়ের নানান গুণ তুলে ধরার প্রস্তুতিই করতেন তার মা। অভিনেত্রী বলেন, “ছোটবেলা থেকেই আমাকে তৈরি করা হয়েছিল যে আমার মেয়ে কালো বাজারে পাত্র পাওয়া যাবে না। বিয়ে হবে না। সেজন্য যত পারো এইসব শিখিয়ে ছেলেদের বাড়ির লোককে বলতে পারবে মেয়ের গায়ের রং হয়তো একটু চাপা, কিন্তু সব জানে”।