জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শিরীনের চক্রান্ত ভেস্তে দিয়ে ঝাঁটা ধরাল রায়ান! প্রাণঘাতী চক্রান্ত থেকে রায়ানকে বাঁচাল পারুল! সিসিটিভি ফুটেজে ধরা পড়লো রহস্যময় বৃদ্ধ! অতীতের শত্রুর ফিরে আসা নিয়ে আতঙ্কে আশুতোষ!

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) র আজকের পর্বের শুরুতেই দেখা যায় শিরীন কাঁচ ছড়িয়ে দেয় যাতে পারুলের পা কেটে যায়, কিন্তু রায়ান ঠিক সময়ে এসে পৌঁছায় আর শিরীনকে বলে যে পারুল তাঁদের জন্য অনেক কিছু করেছে তাই পারুলের কোনও ক্ষতি হতে দেবে না সে। শিরিনকে অনেক কথা শোনাতে থাকে সে। এদিকে পারুলের নাচ প্রায় শেষের পথে।

ঝাঁটা নিয়ে এসে শিরীনকে দিয়ে বলে পরিষ্কার করতে নাহলে প্রিন্সিপালকে বলে দেবে, শিরীন বলে পারুলের জন্য শেষে রায়ান এরম ব্যাবহার করছে? রায়ান বলে এতোদিনে সে বুঝতে শিখেছে ভুল মানুষকে ভরসা করত। শিরীনকে বাধ্য হয়ে পরিষ্কার করতে হয়। অন্যদিকে নেড়া গোয়ালে রুক্মিণী আর গোপালকে সবাই গান গাওয়ার অনুরোধ করে, দুজনে একসাথে গান গাইতে শুরু করে।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

এদিকে ইউনিভার্সিটির অনুষ্ঠানও ভালোভাবে শেষ হয়। পরিতোষ রায়ানের জন্য গর্বে কেঁদে ওঠে। কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সবাই যখন মঞ্চে ওঠে সেই সুযোগে তূর্য সেখানে চলে যায়। ব্যাকস্টেজে গিয়ে সে মঞ্চের উপরের কাঠামোর দড়ি কেটে দায় যাতে রায়ানের মাথায় পড়ে। পারুল ঠিক সময়ে সবটা দেখতে পেয়ে রায়ানকে ঠেলে সরিয়ে দেয়। তূর্য রাগে সেখান থেকে বেরিয়ে যায়।

আশুতোষ যখন প্রিন্সিপালকে অনেক কথা শোনাতে থাকে সুরক্ষা নিয়ে, পারুলের মনে হয় এটা চক্রান্ত। সে ব্যাকস্টেজে গিয়ে দেখে কেউ ইচ্ছা করে দড়ি কেটে দিয়েছে। পারুল গিয়ে সবাইকে জানায় যে বাইরের কারোর কাজ এটা। সিসিটিভি ফুটেজ আনা হলে এক বৃদ্ধকে দেখা যায় ব্যাকস্টেজে যেতে, পারুলের এক বন্ধুও জানায় যে সেও ওই লোকটাকে দেখেছে।

কে এই বৃদ্ধ সেই নিয়ে সবাই যখন চিন্তিত, দাদু বলেন প্রতাপ নামের তাঁর এক কর্মচারীর অনেক রাগ ছিল তাঁদের উপর। পারুল বলে নিশ্চয়ই তাঁরই পরিবারের কেউ ফিরে এসেছে। দাদু এতোদিনের পুরনো অতীত ফিরে আসা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তূর্য এদিকে রাগে ফুঁসছে থাকে আর এবার পরুলকেই আগে সরানোর প্ল্যান করে। এরপর কি হবে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।

Piya Chanda