জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আবারও চরিত্রের মুখ বদল, ‘মিঠিঝোরা’তে বদলাতে চলেছে জনপ্রিয় চরিত্রের মুখ

ফের হতে চলেছে মুখ বদল। বিগত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে টলিউডের (Tollywood) মেগার এপিসোড গুলিতে চরিত্রের মুখ বদল হচ্ছে। এই বিষয় নিয়ে অনেক দর্শকদেরই মন হচ্ছে ভারাক্রান্ত, আবার কোনো কোনো ধারাবাহিকের ক্ষেত্রে দর্শকেরা নিজেরাই চাইছে যে চরিত্রের মুখবদল হোক। বেশিরভাগ বাঙালিদের রোজের জীবনে সিরিয়াল (Serial) একটা জায়গা করে নিয়েছে। এই সাম্প্রতিককালে জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার (Star Jalsha) অনেক সিরিয়ালের চরিত্রে মুখ বদল হয়েছে।

এখন জানতে পারা যাচ্ছে, জি বাংলার সব সিরিয়ালের মধ্যে অন্যতম ধারাবাহিক ‘মিঠিঝোরা’তে হতে চলেছে মুখ পরিবর্তন। এই সিরিয়াল শুরুর থেকেই মেগা প্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এর আগেও বিভিন্ন কারণে অনেক চরিত্রের মুখ পরিবর্তন হয়েছে।

কিন্তু সম্ভাব্য এই প্রথম চরিত্রের মুখ পরিবর্তনে দর্শকদের মন খারাপের জায়গায় খুশি হতে পারেন পরিবর্তিত মুখ দেখতে পেলে। এই মুখ পরিবর্তনের মাধ্যমে খুশি হবে অনেক দর্শকেরাই। লম্বা একটা বিরতির পর এই অভিনেতাকে আবারও দেখতে পাওয়া যাবে টিভির পর্দায়।

মিঠিঝোরাতে বদল হয়ে গেল স্বার্থকের বাবার চরিত্রের অভিনেতা। প্রথমে এই চরিত্রে অভিনয় করছিলেন কৃষ্ণকিশোর মুখার্জি কিন্তু পরবর্তীকালে বিপ্লব দাস করতে দেখতে পাওয়া গেছে। সিরিয়ালের গল্প অনুযায়ী সবেমাত্র বিয়ে হয়েছে স্বার্থকের। জানা যাচ্ছে বিপ্লব দাসের শারীরিক অসুস্থতার কারণে আপাতত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন।

তাই, অভিনেতা বিপ্লবের পরিবর্তে আবারো ফিরতে চলেছেন সেই প্রথম মুখ, কৃষ্ণকিশোর মুখার্জী। অভিনেতা কৃষ্ণ কিশোরও তার অস্ত্রপ্রচারের জন্য অভিনয় থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন। শরীর একটু ঠিক হওয়া মাত্রই শুটিং ফ্লোরে আবারও আসতে চলেছে প্রতিভাবান অভিনেতা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page