জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘নিম ফুলে’ এখন পর্ণা অতীত! পুঁটিই নায়িকা! পর্ণার মেয়ের নায়ক হচ্ছেন এই জনপ্রিয় নায়ক

জি বাংলার (Zee Bangla) হিট মেগা ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা তো পাকাই থাকে নিম ফুলের। একাধিক বার হয়েছে বেঙ্গল টপার। ‌বর্তমানে এই সিরিয়ালের গল্পে আসছে কুড়ি বছরের লম্বা লিপ। আর এবার পর্ণার মেয়ের নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জিকে (Rudrajit Mukherjee)

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে রুদ্রজিৎ, জেসমিন!

ধারাবাহিকের গল্প অনুসারে নিখোঁজ হয়েছে পর্ণার স্বামী সৃজন। অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে দত্তবাড়ি। আর এসবের মাঝেই বড় হয়ে উঠেছে পর্ণার মেয়ে পুঁটি। নিম ফুলে পর্ণার মেয়ে পুঁটির চরিত্রে দেখা যাচ্ছে ‘আলোর কোলে’-র জনপ্রিয় অভিনেত্রী সোমু সরকারকে। তবে সমুর বিপরীতে এবার ফিরবেন ‘সাত ভাই চম্পা’ খ্যাত রুদ্রজিৎ। ‌

rudrajit mukherjee

সম্প্রতি জি বাংলার তরফে একটি নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। এই প্রোমোতে দেখা যাচ্ছে, পর্ণা-সৃজনের মেয়ে পুঁটি দত্ত বাড়ির বর্তমান অবস্থা ‌ দর্শকদের শোনাচ্ছে। হাসিখুশি পুঁটি বলছে ঠাম্মা ৯৯ বছরের কোঠায়। সবাই অপেক্ষা করছেন তাঁর সেঞ্চুরির। বড় জেঠু নেই ঠিকই। তবে ধ্যাষ্টামো-টা আছে। অয়ন রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। পুঁটির ঠাকুমা কৃষ্ণা ব্যস্ত থাকে বাবুর বাবুকে নিয়ে।

গোটা গল্প গড়গড়িয়ে বলে যায় পুঁটি। সে এও বলে সৃজন হারিয়ে যাওয়ার পর থেকে পর্ণা আগের মত হাসিখুশি মেয়েটি আর নেই। এমন সময় পুলিশ অফিসার আসেন দত্ত বাড়িতে। পর্ণা সাংবাদিকতা ছেড়েছে অনেক দিন। ‌কিন্তু এবার একটা উপকার তাঁকে করতেই হবে। ‌একজন দুর্ধর্ষ ক্রিমিনালকে খুঁজে দিতে হবে। পরক্ষণেই দেখা যায়, সেই দুর্ধর্ষ ক্রিমিনাল আর কেউ নয় সৃজন!

জি বাংলার ‘নিম ফুলের মধু’-র নতুন প্লটে পুঁটির বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জিকে। আবার, পর্ণার ছেলের নায়িকা হিসেবে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায়কে। এদের দুজনকে এখানেও দেখা যেতে পারে নেগেটিভ চরিত্রে।‌ সাথে আছে ভিলেন আয়েন্দ্রী রায়। মোট কথা বোঝাই যাচ্ছে তাবড় তাবড় কাস্টিং নিয়ে খুব শীঘ্রই আসছে ‘নিম ফুলের মধুর’ নতুন প্রোমো।

jasmine roy

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।