জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মুখোশ খুলে যাবে নন্দিনীর,উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে পালালো আনন্দী! জমজমাট পর্ব মিস করবেন না

জি বাংলার ( Zee Bangla )জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) প্রতিদিনই দর্শকদের চমকে দিচ্ছে। ধারাবাহিকের বর্তমান পর্বগুলোতে টানটান উত্তেজনা বিরাজ করছে। আনন্দীর রহস্যময় অন্তর্ধান এবং আদির সঙ্গে তার সম্পর্কের ওঠাপড়া এখন মূল আকর্ষণ। আদির জীবনে সত্য প্রকাশের দোরগোড়ায় দাঁড়িয়ে ধারাবাহিকটি। আজকের পর্বে আনন্দীর মুক্তির পাশাপাশি নতুন রহস্য উন্মোচিত হবে।

গতকালের পর্বে দেখা যায়, আদি এবং তিতিরের আশীর্বাদ অনুষ্ঠানের মধ্যেও উত্তেজনা বিরাজ করছিল। নন্দিনী এবং সুপায়ন চক্রান্তের মাধ্যমে আনন্দীকে আটকে রেখেছিল একটি ঘরে। অন্যদিকে, পল্টুদা আদিকে জানায়, রকেট একটি মেয়েকে ভাড়া করে আনন্দীকে ফাঁসানোর চেষ্টা করছে। একইসঙ্গে, অমৃতা রকেটকে চিনতে পেরে ধাওয়া করলেও তাকে ধরতে ব্যর্থ হয়। আনন্দী নিজের মুক্তির জন্য ঘরে আগুন লাগায় এবং সিকিউরিটি গার্ডের সাহায্যে পালিয়ে যায়।

Anondi, Zee Bangla, Bengali Serial, l Anondi 28 November episode, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল

আনন্দী আজকের পর্ব ৩০ নভেম্বর (Anondi Today Episode 30 November)

আজকের পর্বে দেখা যাবে, আনন্দী সিকিউরিটির সাহায্যে পালিয়ে বেরিয়ে আসে। এরপর পল্টুদা অমৃতা এবং আদিকে জানায় যে আনন্দী প্রমাণ সংগ্রহের জন্যই হালিশহরে যাচ্ছিল। অন্যদিকে, নার্সিংহোমে আনন্দী সেই মেয়েটির সঙ্গে দেখা করে, যার গলা তার মতো। আনন্দী জানতে পারে, বাস দুর্ঘটনার শিকার সেই মেয়েটি তাদের ষড়যন্ত্রে ব্যবহৃত হয়েছে। ঠিক তখনই সিকিউরিটি গার্ড আনন্দীকে দেখে তালাবদ্ধ করে এবং সুপায়নকে খবর দেয়।

কালকের পর্বে আরও চমকপ্রদ ঘটনার ইঙ্গিত রয়েছে। সুপায়ন এবং নন্দিনীর চক্রান্ত প্রকাশ্যে আসবে কি না, তা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। আনন্দী কি আদির সাহায্যে সত্য উন্মোচন করতে পারবে? অন্যদিকে, আদির তিতিরের সঙ্গে বিয়ে কি সত্যি হতে চলেছে? এসব প্রশ্নের উত্তর নিয়ে আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন চমক।

‘আনন্দী’-র এই রহস্যময় পর্বগুলো দর্শকদের মনোরঞ্জনের কেন্দ্রে স্থান করে নিয়েছে। কালকের পর্বে ঘটনার মোড় আরও নাটকীয় হবে বলেই আশা।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।