বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সুব্রত গুহ রায় (Subrata Guha Roy) দীর্ঘ তিন দশক ধরে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। থিয়েটার থেকে শুরু করে বড় পর্দায়, সব জায়গাতেই তার বিচরণ। তবে, ছোট পর্দাতেই তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন। নানা চরিত্রে অভিনয়ের পাশাপাশি তার হাস্যরসের ব্যবহার দর্শকদের মন জয় করেছে। বর্তমানে তাকে ‘নিম ফুলের মধু’ এবং ‘পরিণীতা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে।
অভিনয়ে আসার পিছনে স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: সুব্রত গুহ রায়
নিজের অভিনয় জীবনের সাথে পরিবারের সম্পর্কেও কথা বলেছেন সুব্রত। তিনি জানিয়েছেন, ১৯৯৮ সালে চাকরি ছেড়ে অভিনয়ের পথে আসার পেছনে তার স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, “যে কঠিন সময় ছিল, আমার স্ত্রীর সহায়তা ছাড়া তা পারতাম না।” তবে, তার ছেলে-মেয়েরা এখনকার আধুনিক প্রজন্মের মতো বিদেশি ছবিতে বেশি আগ্রহী, বাংলা ধারাবাহিক দেখে না।
![Entertainment, Subrata Guha Roy, television, tollywood, বিনোদন, বিনোদনের খবর, সুব্রত গুহ রায় জি বাংলা, বাংলা ধারাবাহিক,নিম ফুলের মধু, Zee Bangla, Bengali Serial, Subrata Guha Roy, Didi No,1](https://tollytales.com/wp-content/uploads/2024/04/Subrata-Guha-Roy-NFM-1024x614.webp)
সুব্রত বাংলা ধারাবাহিকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তার মতে, এখনকার প্রধান চরিত্ররা সেভাবে প্রশিক্ষণ পান না, যার ফলে অভিনয়ে দক্ষতা কমে যায়। তবে, পার্শ্বচরিত্রের শক্তিশালী অভিনয়ই ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠছে। সুব্রত বলেন, “পার্শ্বচরিত্রের শক্তি গল্পের চালিকা শক্তি।”
আরও পড়ুনঃ আদৃত ভালো মানের অভিনেতা তো বটেই কিন্তু মানুষ হিসেবে ও অনন্য! বড়দেরকে ওর মতো করে শ্রদ্ধা করতে আর কাউকে দেখিনি,নায়কে মুগ্ধ নায়িকা পারিজাত
তিনি বাংলা থিয়েটারের ভবিষ্যত নিয়েও কিছু কথা বলেছেন, তবে নিজে অভিনয় ও লেখালিখির মধ্যে ব্যস্ত। তিনি বলেন, “অভিনয় আমার প্রথম ভালোবাসা, আর লেখালিখি আমার দ্বিতীয়।”