বাংলা টেলিভিশনের (Bengali Television) হার্টথ্রব বলা হত তাঁকে। আসলে এই অভিনেতা দেখতে যেমন সুদর্শন তেমনই বহুমুখী প্রতিভার অধিকারী। শুধুমাত্র অভিনয় নয়, দারুণ তাঁর গানের গলাও। একইসঙ্গে অমায়িক ব্যবহার। যে মানুষই তার বিষয়ে মুখ খোলেন তিনিই প্রথমে তার ব্যবহারের উচ্চ প্রশংসা করেন। আসলে অত্যন্ত ভালো মনের হওয়ার পাশাপাশি ভীষণ বিনয়ী তিনি।
বলাই বাহুল্য দারুণ সাফল্য তার মাথা ঘুরিয়ে দেয়নি। বরাবরের মতোই নিজের পা মাটিতে রেখেই চলতে ভালোবাসেন এই অভিনেতা। আর তাই তার সঙ্গে কাজ করা প্রতিটি মানুষ বুঁদ তার স্বভাবের। তার বিষয়ে মুখ খুললে তাই সেই জন্য কেউ ভালো ব্যতীত খারাপ বলে না। একইসঙ্গে অভিনেতা হওয়ার পাশাপাশি আবার সুদক্ষ গায়কও তিনি। একটি ব্যান্ডও রয়েছে তাঁর। খালি গলায় তাঁর গান শুনলে অবাক হতে হয়।
বুঝেছেন নিশ্চয়ই কার কথা বলছি, হ্যাঁ, তিনি অভিনেতা আদৃত রায়ের। মিঠাই ধারাবাহিকের সৌজন্যে যিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় উচ্ছে বাবু। অগুণিত যার ভক্ত সংখ্যা। যার ব্যবহারে মজে তাঁর আপামর ভক্তরা। সব সময়ই ভীষণ রকমের বিনয়ী ব্যবহার তাঁর। আর এই ব্যবহারে দর্শকদের মন জিতে নেন এই অভিনেতা।
মিঠাই শেষ হয়েছে বছর পার হয়েছে। এর মাঝে সহঅভিনেত্রীর সঙ্গে নিজের বিয়েও সেরে ফেলেছেন সবার আদরের উচ্ছে বাবু আদৃত রায়। শুরু হয়েছে দাম্পত্য জীবন। এরই মাঝে সিনেমা শেষ করে আবারও নতুন ধারাবাহিকে পা রেখেছেন আদৃত আবারও ফিরেছেন জি বাংলার পর্দায়। সিদ্ধার্থ মোদকের পর এবার ধ্রুব মিত্তির। শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘মিত্তির বাড়ি’। একান্নবর্তী পরিবারকে নিয়ে তৈরি এই ধারাবাহিকে নায়ক চরিত্রে রয়েছে আদৃত ও নায়িকা চরিত্রে পারিজাত চৌধুরী।
আরও পড়ুনঃ গড়গড়িয়ে ২০ বছর এগিয়ে গেল নিম ফুল! দুর্ধর্ষ ক্রি’মিনাল হয়ে ফিরছে সৃজন, পুঁটির চরিত্রে কামাল সোমুর
মিঠাই ধারাবাহিকের মতো ইতিমধ্যেই মিত্তির বাড়ি ধারাবাহিকও নিজের ব্যবহারে সবার মন জিতে নিয়েছেন অভিনেতা আদৃত রায়। আর তারই ঝলক মিলেছে পারিজাতের কথায়। নিজের নায়কের সম্পর্কে বলতে গিয়ে পারিজাত বলেন, ও ভীষণ ভালো। অবিশ্বাস্যরকম ভালো মানুষ। এত ভালো মানুষ আজকাল খুব কম দেখা যায়। আদর্শ পুরুষ যাকে বলা যায়। এরপর উদাহরণ দিয়ে নায়িকা বলেন, আমাদের সঙ্গে তো অনেক বর্ষীয়ান অভিনেতা রয়েছেন, ওঁরা উঠে দাঁড়ালেই দেখি আদৃতও উঠে দাঁড়ায়, ওঁদের হাত ধরে এগিয়ে দেয়। সিঁড়িতে উঠতে গেলে ও এগিয়ে যায়। সবার আগে নিজের চেয়ার ছেড়ে সবাইকে বসতে দেয়। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখলেও চেয়ার ছেড়ে দেয়। ওর এই ব্যবহার আমাকে মুগ্ধ করে।