জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অষ্টমী ধারাবাহিক শেষে নতুন ধারাবাহিক নিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন সবার পছন্দের নায়ক সপ্তর্ষি ❗ বিপরীতে নায়িকা কে?

তিনি টেলিপর্দার (Television ) অত্যন্ত পরিচিত মুখ। এক‌ইসঙ্গে জনপ্রিয়‌ও বটে। ধারাবাহিক, সিনেমা, সিরাজ, থিয়েটার সর্বত্রই তার অবাধ গতিবিধি। তবে ধারাবাহিকে তার বিপুল জনপ্রিয়তা।‌ একের পর এক বাংলা টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন তিনি। এক্কাদোক্কা, শ্রীময়ী, সহ নানান জনপ্রিয় ধারাবাহিকের নায়ক ছিলেন তিনি। বুঝতেই পারছেন কার কথা বলছি তিনি অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)

এই অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার অষ্টমী ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে। তবে একেবারে বিতর্ক হীন জীবন কাটাতে চাইলেও‌ বিভিন্ন সময় শিরোনামে এসেছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। নিজের চেয়ে বয়সে বেশ অনেকটা বড় স্ত্রী সোহিনীর সঙ্গে সম্পর্কের কারণে শিরোনাম দখল করেছিলেন তিনি। কিন্তু কোন কিছুকেই পাত্তা দিতে নারাজ সপ্তর্ষি। সোহিনীর সঙ্গে অনেকগুলি বছর একসঙ্গে পার করে এসেছেন তিনি। বাকি জীবনটাও তার হাত ধরেই চলতে চান।

আর এবার ফের একবার পর্দা কাঁপাতে ফিরছেন তিনি। উল্লেখ্য, অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল জি-বাংলার ‘অষ্টমী’ ধারাবাহিকে। আর এবার ফের একবার নতুন প্রজেক্ট নিয়ে ফিরতে চলেছেন তিনি। কোন ধারাবাহিকে? কোন চ্যানেলে?

না, এবার আর ছোট পর্দায় নয়। বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা। এবার বড় পর্দায় তারানাথ হয়ে ফিরছেন তিনি। জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’ ও মনোজ সেনের ‘শিকার’ এই তিন সাহিত্যিকের গল্প নিয়ে বড় পর্দায় আসছে এই ছবি। তারানাথের চরিত্রে থাকছেন সপ্তর্ষি। আর মাতু পাগলী’র চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের বলে খবর।

TollyTales NewsDesk