জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জালিয়াতির শিকার অভিনেতা রাহুল দেব বসু! খো’য়ালেন বিস্তর টাকা! কীভাবে?

ছোটপর্দার অতি পরিচিত মুখ রাহুল দেব বসু (Rahul Dev Bose)। বর্তমানে চুটিয়ে কাজ করছেন তিনি সিনেমা ও সিরিজে। পা রাখতে চলেছেন বলিউডেও। এহেন অভিনেতা এবার কিনা সাইবার জালিয়াতির শিকার। ঘটনাটির সাপেক্ষে তিনি ক্ষোভ উগরে সোশ্যাল মিডিয়ায়।

সাইবার জালিয়াতির শিকার রাহুল দেব বসু!

এদিন অভিনেতা রাহুল দেব বসু নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের স্ক্রিনশট পোস্ট করেন। আর সেখানে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘আমি সদ্যই মোটা অঙ্কের অর্থ খোয়ালাম ক্রেডিট কার্ড থেকে। সাইবার জালিয়াতির শিকার হয়েছি একটি আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে।” তিনি বললেন, “সেখানে কোনও OTP লাগেনি। সরকার বা তাদের পলিসির কেউ কি কিছু করতে পারবেন এসব জালিয়াতির কেসে যেখানে OTP দিতে হয় না, তাও ঠকে যেতে হয়।”

অভিনেতা এদিন তাঁর অনুরাগীদের কিছু বিষয়ে সতর্ক করে দেন। রাহুল দেব তাঁর পোস্টে লেখেন, ‘আপনার প্রয়োজন না হলে আন্তর্জাতিক লেনদেন একেবারে বন্ধ করে রাখুন।” তিনি আরো বলেন, “তাও যদিও বা এরম কিছু ঘটে ঘাবড়াবেন না। কাউকে কোনও ব্যাঙ্ক ডিটেল দেবেন না ফোনে।” তাঁর কথায়, এক যদি কাস্টমার কেয়ারের সঙ্গে আপনি নিজে ফোনে কথা বলেন সেটা আলাদা। এরম কিছু ঘটলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।”

অভিনেতার পরামর্শ, কাস্টমার কেয়ার যা বলবে সেই নির্দেশ মেনে চলুন এবং দরকারে অভিযোগ দায়ের করুন এই বিষয়টা জানা মাত্রই।” তারপর তিনি বলেন, “আপনি কাউকে OTP না দিয়ে থাকলে ব্যাঙ্ক বাধ্য আপনাকে সেই টাকা ফেরত দিতে। যদি তৎক্ষণাৎ ওদের অফিসিয়াল নম্বরে অভিযোগ জানান বা ইমেল করেন।”

অভিনেতা রাহুল দেব বসু তাঁর পোস্টের শেষে এই বিষয়টি উল্লেখ করতে ভোলেন নি যে, তিনি এই তাঁর পোস্ট কিছুটা যেমন তাঁর অনুরাগী দের সতর্ক করেছেন ঠিক তেমনই কিছুটা রাগ, ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ দিন দিন যে হারে সাইবার ক্রাইম বাড়ছে, তা তো বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে অভিনেতা তাঁর সঙ্গে ঘটা ঘটনার কথা শেয়ার করতে অনেকেই সমবেদনা জানিয়েছেন তাঁকে।

TollyTales NewsDesk