Connect with us

    Bangla Serial

    ‘ঈশ্বর ওকে আর ওর পরিবারকে শক্তি দিন’! ‘নিম ফুলের মধু’ নায়ক রুবেলের দুর্ঘটনায় প্রাণ কাঁদলো রান্নাঘরের রানী সুদীপার! নায়িকার কষ্টে সবাই দিচ্ছে সান্ত্বনা

    Published

    on

    sudipa chatterjee on rubel accident

    বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু’তে (Neem Phuler Modhu) মূল নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। কিন্তু হঠাৎই বিরাট বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। শুটিংয়ের জন্য স্টান্ট করতে গিয়ে ভেঙে গেছে তাঁর দু’পায়ের গোড়ালি। আপাতত দুই পায়ে প্লাস্টার নিয়ে নিজের বাড়িতে গৃহবন্দী তিনি। অন্যদিকে রুবেলের জন্য চিন্তায় মগ্ন অভিনেতার প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য।

    অভিনেত্রী জানিয়েছেন, ধারাবাহিকের জন্য মারপিটের একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে বাস থেকে লাফানোর একটি শটের সময় এই বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। আসলে যার উপরে তিনি লাফ দিয়েছিলেন সেই জায়গাটা এতটাই এবড়ো খেবড়ো ছিল যে বুঝতে না পেরে পা ঘুরিয়ে পড়ে যান তিনি। আর এর ফলে ভেঙে যায় তার পায়ের গোড়ালির হাড় দুটো।‌

    ইতিমধ্যেই অভিনেতার পায়ে প্লাস্টার করা হয়েছে। শ্বেতা তো অবশ্যই চিন্তিত নিজের প্রেমিকের জন্য। কিন্তু রুবেলের জন্য এই মুহূর্তে চিন্তিত ইন্ডাস্ট্রির সবাই। এই যেমন অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি। নিতান্তই কাজের সূত্রে তার সঙ্গে আলাপ রুবেল ও শ্বেতার। কিন্তু কখন সে রুবেল এবং শ্বেতা তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছেন তা তিনি বুঝতে পারেননি। আর তাই রুবেলের এই দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই ভীষণ রকমের চিন্তিত তিনি।

    সুদীপা লেখেন, এতদিন পর বেশ টের পাচ্ছি ওরা দুজনেই আমার মনের খুব কাছের মানুষ হয়ে গেছে।‌ আজ যখন শুনলাম রুবেল বাসের মাথা থেকে শুটিং করতে গিয়ে পড়ে গেছে, আর দুটো গোড়ালিই আঘাতপ্রাপ্ত ভীষণ মন খারাপ হয়ে গেল। মিঠুনদার বলা একটা পুরোনো কথা মনে পড়ল-“স্টান্ট করবি,কিন্তু সাবধানে, সেফটি মেজর আগে বুঝে নিবি।” তিনি আরও লেখেন, ঈশ্বর ওঁকে আর ওঁর পরিবারকে, কাছের মানুষদের শক্তি দিন। যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার শুটিং করতে পারে‌।‌ শ্বেতা ওর যোগ্য বান্ধবী। ‌

    আরও পড়ুনঃ ভাঙছে না পর্ণা-সৃজন জুটি! নতুন ‘বাবুউউ’ও আসছে না সিরিয়ালে! দারুণ ঝকঝকে খবরে রুবেলের পেশাদারিত্বকে কুর্নিশ

    নিজের মানসিক শক্তিকে সম্বল করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রুবেল। এদিন সোশ্যাল মাধ্যমে আঘাতপ্রাপ্ত রুবেলের ছবি পোস্ট করে শ্বেতা লেখেন, ‘জানি খুব কষ্ট হচ্ছে তোমার, তাও বাড়ির সবার সঙ্গে হেসে খেলে থাকছো, নিজের কষ্টটা কাউকে বুঝতে দিচ্ছো না, জ্বর এসেছে এখন, যন্ত্রনাটাও বেড়েছে, তার মধ্যেও আমাকে হাসানোর চেষ্টা করছো, god bless you my boy, আমি জানি, সকলের শুভ কামনা আর তোমার মনের জোর তোমাকে খুব তাড়াতাড়ি আবার দাঁড় করাবে.. তুমি দাঁড়াবে,তুমি দৌড়বে, তুমি নাচবে,,,, আর আমি সব সময় তোমার পাশে থাকবো, সারা জীবন।”