জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সম্পর্কের খাতিরে গোপনীয়তা রাখা মানেই প্রতারণা নয়!” বিবাহিত জীবনের সম্পর্ক নিয়ে অকপট তৃণা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘তৃণা সাহা’ (Trina Saha) , যিনি নিজস্ব অভিনয়শৈলী ও ব্যক্তিত্বের জন্য দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। তার টেলিভিশন কেরিয়ারের শুরুটা হয়েছিল ‘খোকাবাবু’ (Khokababu) ধারাবাহিকের মাধ্যমে, যেখানে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর একের পর এক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে ‘খরকুটো’ (Khorkuto) ধারাবাহিকে ‘গুনগুন’ (Gungun) চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

গুনগুনের প্রাণোচ্ছলতা ও মজার সংলাপ দর্শকদের এতটাই আপন করে নেয় যে, শো শেষ হওয়ার পরও চরিত্রটি মনে রেখেছেন দর্শকরা। অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণা সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন। তিনি মনে করেন, একজন অভিনেতার সব ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া উচিত। বর্তমানে তিনি কাজ করছেন ‘পরশুরাম আজকের নায়ক’ (Parashuram Ajker Nayok) ধারাবাহিকে, যা প্রচলিত ধারার বাইরে গিয়ে পুরুষ কেন্দ্রিক গল্প বলছে।

image 70

সাধারণত বাংলা ধারাবাহিকে নারীকেন্দ্রিক গল্প বেশি দেখা গেলেও, এই শো তার ব্যতিক্রম। শুরুর প্রথম সপ্তাহেই ভালো টিআরপি অর্জন করে ধারাবাহিকটি প্রমাণ করেছে, দর্শক কেবল নারীকেন্দ্রিক কাহিনি নয়, ভালো গল্প দেখতে চায়। ধারাবাহিকের সাম্প্রতিক এক পর্বে দেখানো হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু না কিছু লুকিয়ে রাখার প্রবণতা থাকে। চরিত্রটির প্রসঙ্গে বলতে গিয়ে তৃণা বলেন, একজন মানুষের পক্ষে আরেকজনের সবকিছু জানা সম্ভব নয়। এমনকি বাবা-মা ও সন্তানের মধ্যেও কিছু বিষয় অজানা থেকেই যায়।

তিনি মনে করেন, কিছু সত্য ধাপে ধাপে প্রকাশ পেলে সম্পর্কের আগ্রহ বজায় থাকে। সবকিছু একসঙ্গে জানলে সম্পর্কের উত্তেজনাও কমে যেতে পারে। তিনি আরও বলেন, সম্পর্কের স্বচ্ছতা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে কিছু বিষয় গোপন রাখলেই সেটা প্রতারণা হয়ে যায় না। প্রতিটি মানুষ সময়ের সঙ্গে সঙ্গে মানসিকভাবে পরিণত হয় এবং তখন অনেক বিষয়ের ব্যাখ্যা বদলে যায়। ছোটবেলায় যে জিনিস অপ্রয়োজনীয় মনে হত, বড় হওয়ার পর সেটাই গুরুত্বপূর্ণ বলে মনে হয়।

ঠিক তেমনই, স্বামী-স্ত্রী, বাবা-মা বা বন্ধুদের সঙ্গেও কিছু কথা সময় অনুযায়ী ভাগ করে নেওয়া ভালো। এই নতুন চরিত্রে তৃণা এক ধনী পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন, যে ভালোবাসার জন্য দুই কামরার ফ্ল্যাটে সংসার গড়েছে। কিন্তু এই চরিত্রের আরও গভীর কিছু দিক রয়েছে, যা ভবিষ্যতে দর্শকদের সামনে আসবে। তিনি বলেন, ‘পরশুরাম’ ইতিবাচক কারণে লড়ছে, কিন্তু তার স্ত্রীও কি একই উদ্দেশ্যে লড়ছে? সেটাই এখন দেখার বিষয়।

ধারাবাহিকের কনসেপ্ট প্রসঙ্গে তৃণা বলেন, পুরুষকেন্দ্রিক শোও দর্শক সমানভাবে গ্রহণ করতে পারেন, যা আগেও ‘খোকাবাবু’-তে প্রমাণিত হয়েছিল। তাই কাহিনির মূল জোর থাকা উচিত গল্পের উপস্থাপনায়, কারণ শেষ পর্যন্ত দর্শকের ভালো লাগাই আসল। প্রসঙ্গত ১০ মার্চ থেকে প্রতিদিন রাত ৮ তে, স্টার জলসায় শুরু হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। আপনাদের কেমন লাগছে এই ধারাবাহিক?

Piya Chanda