জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“জগদ্ধাত্রী” থেকে বিদায় নিচ্ছেন এই জনপ্রিয় মুখ! এবার কি বদলে যাবে জনপ্রিয় ধারাবাহিকের ভাগ্য?

প্রায় আড়াই বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম সেরা ধারাবাহিক “জগদ্ধাত্রী” (Jagaddhatri)। প্রথম দিন থেকেই ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং দীর্ঘ সময় ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) অভিনীত এই ধারাবাহিক এখনও প্রথম তিন থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছে। কিন্তু এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, কারণ ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদায় নিচ্ছেন ধারাবাহিক থেকে। কারণ না জানা গেলেও এটি যে একটা বড় ধাক্কা সেটা বলার অপেক্ষা রাখেনা।

এই মেগা ছেড়ে দিলেন। সুকমল নাথ (Sukamal Nath) ছিলেন “জগদ্ধাত্রী” ধারাবাহিকের অন্যতম প্রধান কারিগর, যাঁর পরিচালনায় ধারাবাহিকটি দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। তার পরিচালনাতেই এই মেগা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। তবে এবার তিনি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিলেন, ধারাবাহিকটি থেকে সরে দাঁড়াচ্ছেন। তার শেয়ার করা পোস্টার এবং বার্তায় তিনি জানিয়েছেন, “জগদ্ধাত্রী আমাদের সবার জন্য এক অনন্য কল্পতরু, যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবেও তা পূরণ করে। দর্শকদের সীমাহীন ভালোবাসায় এর জয়যাত্রা অব্যাহত থাকুক।

স্নেহাশিস দা-কে আন্তরিক ধন্যবাদ, এমন অসাধারণ এক যাত্রার অংশীদার আমাকে করার জন্য। তবে, প্রতিটি গল্পেরই এক নতুন মোড় থাকে—একটি বিশেষ ব্যক্তিগত কারণে জগদ্ধাত্রী-র সাথে আমার এই পথচলা এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরবো, নতুন কোনো গল্পের সাথে নতুন রূপে।” পরিচালকের এই ঘোষণার পর থেকেই নতুন প্রশ্ন উঠছে—তাহলে কি “জগদ্ধাত্রী”-র পথচলা শেষের দিকে? নাকি নতুন কোনও পরিচালক দায়িত্ব নিতে চলেছেন?

যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফ থেকে ধারাবাহিক শেষ হওয়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পরিচালকের বিদায় ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার ধোঁয়াশা তৈরি করেছে। সুকমল নাথ জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন। যদিও টেলিপাড়ায় গুঞ্জন, নতুন কোনও মেগা প্রোজেক্টে যুক্ত হতে চলেছেন তিনি। তার পোস্টেও ইঙ্গিত মিলেছে যে, খুব শীঘ্রই তিনি নতুন কোনও গল্প নিয়ে ফিরবেন। তবে কি নতুন প্রোজেক্টেই মনোনিবেশ করতে চাইছেন তিনি?

নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ? এখন দেখার, সুকমল নাথের বিদায়ের পর “জগদ্ধাত্রী” ধারাবাহিক কতটা প্রভাবিত হয়। নতুন পরিচালকের হাতে এর ভাগ্য কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সময় বলবে। তবে এত বছর ধরে ধারাবাহিকটি যে জনপ্রিয়তা ধরে রেখেছে, তা বজায় রাখতে প্রযোজনা সংস্থাকে নতুন কৌশল নিতে হতে পারে। আপনাদের কী মনে হয়? পরিচালকের বদল এই ধারাবাহিকের গতিপথ বদলে দেবে?

Piya Chanda