জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জীবনে কিছু না পাওয়া থাকে বলেই ভালো কিছু পাওয়া যায়, শুভশ্রীর সঙ্গে আমার কোন‌ও বিরোধ নেই! বিনোদিনী চরিত্র হাতছাড়া হওয়া নিয়ে অকপট প্রিয়াঙ্কা!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী “প্রিয়াঙ্কা সরকার” (Priyanka Sarkar) এবং অভিনেতা ওম সাহানি (Om Sahani) একসঙ্গে নতুন বাংলা চলচ্চিত্র ‘বৃত্ত রহস্য’ (Britto Rahasya) তে অভিনয় করতে চলেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সুদীপ দাস। এই ছবিতে প্রিয়াঙ্কা একজন বুদ্ধিদীপ্ত গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন, যেখানে ওম সাহানি থাকবেন তাঁর সহকারী চরিত্রে। ছবির গল্প একটি রহস্যময় খুনের তদন্তকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে প্রধান চরিত্ররা অপরাধ সমাধানে যুক্ত হবে।

‘বৃত্ত রহস্য’তে প্রিয়াঙ্কা ও ওমের রসায়ন দর্শকরা বেশ উদগ্রীব, কারণ এটি তাদের একসঙ্গে প্রথম কাজ। ছবির শুটিং ইতিমধ্যে কলকাতার বিভিন্ন স্থানে শুরু হয়েছে। প্রিয়াঙ্কা সরকার এর আগে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবং এই ছবিতে তাঁর গোয়েন্দা চরিত্রটি নতুন অভিজ্ঞতা হবে। এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “এই ছবি মূলত জীবনে কোনও না ঘটে যাওয়া ঘটনা যদি সত্যি হয় তাহলে কি হবে আর না হলেই যে আফসোস তাই নিয়ে”।

অন্যদিকে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহো গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) ছবিতে বিনোদিনী দাসীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকারের লুক টেস্ট হওয়া সত্ত্বেও, শেষ পর্যন্ত এই চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhasree Ganguly) নির্বাচন করা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় জানান, প্রথম থেকেই শুভশ্রীকে এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল। কিন্তু শুভশ্রী তখন মাতৃত্বকালীন অবস্থায় ছিলেন, যার কারণে প্রিয়াঙ্কার কাছে প্রস্তাব যায় এবং তাঁর লুক টেস্টও হয়।পরবর্তীতে শুভশ্রী মাতৃত্বকালীন বিরতি শেষে কাজে ফিরলে।

পরিচালক ও প্রযোজকরা তাঁকেই এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন। এই প্রসঙ্গে যখন সাংবাদিক প্রিয়াঙ্কাকে জানতে চান যে তাঁর জীবনে কি অতীতে না পাওয়া কিছু নিয়ে আফসোস আছে, যেমন বিনোদিনী না হতে পারে? এতে হেঁসে অভিনেত্রী বলেন, “জীবনে কিছু না পাওয়া থাকে বলেই অনেক ভালো কিছু পাওয়া যায়, আর তাছাড়া শুভশ্রী আমার প্রতিদ্বন্দ্বী নয় বরং ওর অভিনয় খুব ভালো লাগে, সৃজিতও একজন বিজ্ঞ মানুষ সুতরাং তাঁর সিধান্ত নিয়ে কোনও প্রশ্নই ওঠেনা”।

এছাড়াও প্রযোজক রানা সরকার জানান, শুভশ্রী চরিত্রটি করলে প্রিয়াঙ্কার কোনো আপত্তি নেই। এটি উল্লেখ্য যে, শুভশ্রীর প্রথম ছবি ‘চ্যালেঞ্জ’-এর জন্যও প্রথমে প্রিয়াঙ্কা সরকারের নাম ভাবা হয়েছিল। এ বছর রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী’ ছবি মুক্তি পেয়েছে, এবং সেই নিরিখে বিনোদিনী চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য দর্শকরা উদগ্রীব। প্রিয়াঙ্কা সরকার বর্তমানে ‘বৃত্ত রহস্য’ ছবিতে তাঁর চরিত্রে মনোনিবেশ করেছেন।

এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক নতুন নতুন কাজ, যার মধ্যে “লজ্জা ২” (Lojja 2) খুব শীগ্রই আসতে চলেছে। তিনি এই নতুন ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। অন্যদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করতে চলেছেন, যা তাঁর কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। আপনাদের কি মত, প্রিয়াঙ্কাকে বেশি মানাত নাকি শুভশ্রীই সেরা?

Piya Chanda