জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এই প্রথম কোন‌ও নারী পরিবারের আগে নিজের স্বপ্নকে গুরুত্ব দিল! দাদুর বিপক্ষে গিয়ে পারুলের সিদ্ধান্তে খুশি দর্শকরা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) দর্শকদের মন জয় করে নিয়েছে তার টানটান গল্প ও চমকপ্রদ মোড়ে। পারুল এবং রায়ানের সম্পর্কের উত্থান-পতন যেমন দর্শকদের আকর্ষণ করছে, তেমনই পারুলের স্বপ্নপূরণের লড়াই সকলকে অনুপ্রাণিত করছে। সম্প্রতি ধারাবাহিকের গল্প এক নতুন মোড় নিয়েছে, যেখানে পারুলের শিক্ষাজীবন ও পরিবারের মধ্যে এক চরম দ্বন্দ্ব তৈরি হয়েছে। পারুল কি পারবে তার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে? নাকি দাদুর কথা মেনে নেবে?

গত পর্বে দেখা গিয়েছিল, রায়ানের দাদু আশুতোষ (Ashutosh) পারুলকে নিতে আসে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির (Bright Minds University) প্রিন্সিপালের বাড়ি থেকে। তবে এখানে চমক ছিল—এই প্রিন্সিপাল এবং আশুতোষ আসলে দুই সহোদর! কিন্তু একে অপরের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই, বরং তাঁদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়ে গেছে। এই দ্বন্দ্বের কারণেই আশুতোষ কোনোভাবেই চায় না পারুল এই বিশ্ববিদ্যালয়ে পড়ুক। সে সাফ জানিয়ে দেয়, পারুল হয় অন্য কোথাও পড়বে, নয়তো রায়ানের বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে।

পারুলের স্বপ্ন ছিল ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে পড়ার, তাই দাদুর শর্তে সে দ্বিধায় পড়ে যায়। যদিও দাদু তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার পড়াশোনা বন্ধ হবে না, তবে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে তাকে পরিবারের সব সম্পর্ক ছেড়ে দিতে হবে। এত বড় সিদ্ধান্ত কি পারুল নিতে পারবে? তার ভবিষ্যৎ কি এই পরিবারের ইচ্ছার ওপর নির্ভর করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দর্শকরা অপেক্ষায় ছিলেন আজকের পর্বের জন্য।

পরিণীতা আজকের পর্ব 22 মার্চ (parineeta today episode 22 march)

আজকের পর্বের শুরুতেই দেখা যায়, দাদুর সমস্ত শর্ত অমান্য করে পারুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতেই পড়বে। নিজের স্বপ্নের জন্য সে রায়ানের বাড়ির সমস্ত সম্পর্ক ছেড়ে দিতে প্রস্তুত। দাদু এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রাগে ফেটে পড়ে এবং সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে গেলে সবাই চুপ থাকলেও রায়ানের পিসি কিন্তু চুপ থাকেনি। সে স্পষ্ট জানিয়ে দেয়, “তুমি হেরে গেছো দাদু! আজকের দিনে পারুল জিতেছে কারণ সে নিজের স্বপ্নের পথে এগিয়েছে। তুমি সবসময় মনে করো সবাই তোমার কথামতো চলবে, কিন্তু পারুল প্রমাণ করেছে যে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে।”

আগামী পর্বে দেখা যাবে, পারুল যদিও নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছে, কিন্তু দাদুকে এইভাবে অপমান করে তার মনে কষ্ট হচ্ছে। সে কি দাদুর কাছে ক্ষমা চাইবে? নাকি দাদুও পারুলের সিদ্ধান্তকে মেনে নেবে? এই উত্তরের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত।

Piya Chanda