জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki) শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ফুলকি, যে বক্সিংকে (Boxing) ভালোবেসে তার স্বপ্নের পথ বেছে নিয়েছে, এবার আরও বড় লড়াইয়ের সামনে দাঁড়িয়ে। রায় চৌধুরী পরিবারে বউ হয়ে আসার পর থেকেই সে অন্যায়ের বিরুদ্ধে একা লড়ছে।
বিশেষ করে রুদ্ররূপের (Rudrarup) ষড়যন্ত্র ও অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিটি পদক্ষেপ দর্শকদের মনে কৌতূহল বাড়িয়েছে।তবে এবার ফুলকির নতুন চাল কি বদলে দেবে খেলার মোড়? নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, ছদ্মবেশে বস্তিতে এসে হাজির হয়েছে ফুলকি এবং রায় চৌধুরী বাড়ির লোকেরা। সবার মনেই রুদ্রকে নিয়ে ভয় কাজ করতে থাকে। ফুলকি তাঁদের উদ্দেশে স্পষ্ট বলছে,

“জামাইবাবুর ঘন্টা বেজে গেছে। এবার সে শাস্তি পাবেই!” তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন। তাহলে কি এবার সত্যিই রুদ্ররূপের শেষ সময় এসে গেল? নাকি তার নতুন কোনো ফাঁদে আবার বিপদে পড়বে ফুলকি? এর আগেও ফুলকি একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কখনও বক্সিং রিংয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে,
আরও পড়ুনঃ এই প্রথম কোনও নারী পরিবারের আগে নিজের স্বপ্নকে গুরুত্ব দিল! দাদুর বিপক্ষে গিয়ে পারুলের সিদ্ধান্তে খুশি দর্শকরা
কখনও আবার রুদ্ররূপের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে হয়েছে। কিন্তু ফুলকি বরাবরই লড়াই করেছে নিজের শক্তি আর বুদ্ধির জোরে। তাই এবার সে রুদ্ররূপকে কীভাবে টক্কর দেবে, তা দেখার অপেক্ষায় দর্শকরা। অন্যদিকে, রুদ্ররূপও বসে নেই। সে বারবার ফুলকিকে বিপদে ফেলার চেষ্টা করছে, কিন্তু ফুলকিও পিছিয়ে যাওয়ার মেয়ে নয়।
এবার কি সত্যিই সব ষড়যন্ত্রের পর্দাফাঁস হবে? নাকি রুদ্র নতুন কোনও চাল দেবে ফুলকিকে হারানোর জন্য? এই উত্তেজনার মাঝেই আজ রাত ৭:৩০-এ সম্প্রচারিত হবে ফুলকি-র নতুন পর্ব। রুদ্র-ফুলকির এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নেবে? জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়!