জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটবেলায় হারিয়েছেন বাবা-মাকে! দুঃসময় পাশে ছিল না আত্মীয়রা! কষ্ট, স্ট্রাগলকে সঙ্গী করেই আজ সফল অভিনেত্রী পল্লবী শর্মা

পর্ণা, আজকের দিনের ধারাবাহিক জগতের অত্যন্ত পরিচিত এক চরিত্র। সবেমাত্র কিছুদিন হলো শেষ হয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। এক সময় এই পর্ণাই অর্থাৎ সকলের প্রিয় পল্লবী (Pallavi Sharma) দর্শকের মাঝে প্রথম জনপ্রিয়তা পায় স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকের মাধ্যমে।

‘কে আপন কে পর’-এর হাত ধরেই অভিনয় জগতে পরিচিতি পান পল্লবী শর্মা। সেই সময় অভিনেত্রী ধারাবাহিক প্রেমীদের কাছে ‘জবা’ নামেই ব্যাপক পরিচিতি লাভ করেছিল। অভিনেত্রীকে তাঁর প্রতিটা সিরিয়ালে যেমন অনবরত জীবন সংগ্রাম করতে দেখা গেছে তেমনই তাঁর বাস্তব জীবনেই বহু স্ট্রাগেলের সম্মুখীন করতে হয়।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী খুব ছোট বয়সেই মা-বাবাকে হারিয়ে বড়ো হয়েছেন পিসির কাছে। যদিও, পল্লবীর পিসি কিছু বছর আগেই গত হয়েছেন। অভিনেত্রী যখন ক্লাস থ্রি-তে তখন তাঁর মা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর, বাবাকে হারান ক্লাস টেন-এ। মাধ্যমিক পরীক্ষার সময় হবিষ্যি খেয়ে পরীক্ষা দিতে গেছেন।

ছোটবেলা থেকে জীবনে অনেক ওঠা-পরার মধ্য দিয়েই বড়ো হয়েছেন পল্লবী। আজ দেখেছেন সাফল্যের মুখ। বর্তমানে, অভিনেত্রী একজন জনপ্রিয় টেলিভিশন তারকা। এখন বলা যায় ব্যক্তিগত জীবনে প্রায় একাই থাকেন তিনি।

পেশাগত জীবনে অভিনেত্রী এক সময় সানন্দা টিভির ‘নদের নিমাই’ ধারাবাহিকে প্রথম দেখা যায়। এরপর, একে একে ভিন্ন সিরিয়ালে সুযোগ পান পল্লবী। অভিনেত্রীর কয়েকটি উল্লেকযোগ্য কাজ হল- কে আপন কে পর’, ‘নিম ফুলের মধু’, ‘দুই পৃথিবী’ আরও অনেক।

Piya Chanda