আজকালকার দিনে, প্রাপ্তবয়স্কদের জীবনে বিয়ে এবং পরবর্তী সময়ে বিবাহ বিচ্ছেদ খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ সবাই যাবে মেতে উঠেছে সম্পর্কের ভাঙা-গড়ার খেলায়।
আবার, এই সবকিছুর মাঝেই অনেক মা কিংবা বাবারা রয়েছে যাঁরা তাঁদের সন্তানকে একা হাতে বড় করে চলছেন। বর্তমানে বিনোদন জগতে এমনই এক অভিনেত্রী রয়েছেন যিনি কিনা ঘরে-বাইরে সমানতালে সামলাচ্ছেন। টলিউডের টেলি জগতের অভিনেত্রীর নাম রিয়া গাঙ্গুলী।

অভিনেত্রীকে ইতিমধ্যেই একাধিক সিরিয়ালে দেখে বাংলার দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন। রিয়া সিরিয়ালের পাশাপাশি বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন।
আরও পড়ুনঃ ছোটবেলায় হারিয়েছেন বাবা-মাকে! দুঃসময় পাশে ছিল না আত্মীয়রা! কষ্ট, স্ট্রাগলকে সঙ্গী করেই আজ সফল অভিনেত্রী পল্লবী শর্মা
রিয়া পেশাগত জীবনে একজন সফল অভিনেত্রীর পাশাপাশি ব্যক্তিগত জীবনের দুই সন্তানের মাও বটে। বিনোদন দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও নিজের সন্তানকে সময় দিতে ভোলেন না অভিনেত্রী। প্রসঙ্গত, অভিনেত্রীর বিবাহ সম্পর্কে জটিলতা সৃষ্টি হওয়ায় এই মুহূর্তে তিনি দুই সন্তানকে নিয়ে আলাদা থাকেন।
অভিনেত্রীকে কিছুদিন আগে দেখা গেছে জন্মদিন পালন করতে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে রিয়া লেখেন, “শুভ জন্মদিন সোনা বাচ্চারা। আমার মাতৃত্বের আট বছর সম্পূর্ণ হলো । অনেক বড় হও আর ভালো মনের মানুষ হও। সব সময় মনে রেখো তোমরা আমার বেঁচে থাকার এগিয়ে চলার আর ভালো থাকার শক্তি”।