Bangla Serial

ধামাকা খবর! ‘মিঠাই’-এর পর আবার জনপ্রিয় নায়িকার বিপরীতে ক্রাশ ‘উচ্ছেবাবু’! নাম জানলে লাফাবেন

৯ই জুন ছিল অন্তিম পর্ব ‘মিঠাই’এর। জি বাংলায় (Zee Bangla) শেষ সম্প্রচার হওয়ার কথা ছিল ১১ ই জুন। কিন্তু কিছু সমস্যার কারণে দুদিন আগেই শেষ হয়ে যায় এই ধারাবাহিক। এই শেষটা মেনে নিতে না পারলেও নতুনকে স্বাগত জানিয়ে হাসিমুখে বিদায় জানালেন গোটা মিঠাই পরিবার। অতীতের কিছু টুকরো স্মৃতিকে মনে রেখেই বিদায় জানিয়েছেন জিনপ্রিয় এই ধারাবাহিককে। আগেই শোনা গিয়েছিল অন্তিম তারিখ, কিন্তু সেই তারিখ আরও কিছুটা এগিয়ে এলে দর্শকদের মন খারাপ হয়ে যায়। ৩১ মে হয়েছে ‘মিঠাইয়ের শেষ শুটিং।

মিঠাই’এর অন্তিম দিনে মিঠাই নিয়ে বলার ভাষা খুঁজে পাননি দর্শক। দর্শকদের কথায়, ‘মিঠাই সবসময় আমাদের ফ্যানদের মণিকোঠায় থেকে যাবে, থেকে যাবে “সিধাই” এর মতো কালজয়ী জুটি।” এই ধারাবাহিকের মধ্যে দিয়ে শুধুই মিঠাই বা উচ্ছেবাবু নয় শ্রীনন্দা, শ্রীতমা থেকে তোর্সা, রাতুল, রাজীব সোম, অনুজ- প্রতিটা চরিত্র পেয়েছে সমান জনপ্রিয়তা। ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রথমদিন থেকে গ্রামের মিষ্টি মেয়ে মিঠাই বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে।

adrit roy

বড় পর্দায় এন্ট্রি আদৃতের

আগেই জানা গিয়েছিল, ধারাবাহিক শেষে বড় পর্দায় দেবের বিপরীতে ফিরছেন সৌমীতৃষা। মিঠাই, দেব অভিনীত ছবির নাম ‘প্রধান’। একেবারে পারিবারিক ছবি এটি। দেব-সৌমীতৃষা ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। অগাস্ট থেকেই শুরু ‘প্রধান’-এর শুটিং, আগামী শিতেই মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে, সিড প্রথম থেকেই বাঙালি নারীদের বং ক্রাশ। ধারাবাহিকে আদৃতের (Adrit Roy) ফেরার অপেক্ষায় ছিলেন অনেকেই।

কোন ছবিতে আসছেন অভিনেতা?

সামনে এল আদৃতকে নিয়ে এক নতুন খবর। জানা যাচ্ছে, খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছেন আদৃত রায়। কিছুদিন আগেই SVF এর সঙ্গে আদৃতের কনট্র্যাক্ট সাইন করার খবর সামনে আসে। আদৃত নিজেও জানিয়েছিলেন, তিনি খুব শীঘ্রই তিনি ফিরবেন। এবার শোনা যাচ্ছে, উজান গাঙ্গুলির পরিবর্তে নায়ক চরিত্রে আসতে চলেছেন আদৃত রায়। পরিচালক অভিরূপ ঘোষের আগামী ছবিতে আসতে চলেছেন তিনি।

বিপরীতে থাকছেন কোন টলি অভিনেত্রী?

পরিচালকের ছবিতে উজানের থাকার কথা ছিল, তবে টলিপাড়াতে কান পাতলে শোনা যাচ্ছে, এ ছবিতে আদৃত রায়কে নিতে চান কর্তৃপক্ষ। উক্ত ছবিতে প্রথম থেকে যাঁর নায়িকা হওয়ার কথা ছিল, তিনি হলেন লহমা ভট্টাচার্য। যিনি সম্প্রতি জিৎ’এর নায়িকা হয়েছেন। যদিও আদৃত এ বিষয়ে এখনও মুখ খোলেননি। বর্তমানে আদৃত ও লহমার নতুন জুটি নিয়ে চর্চা টেলিপাড়াতে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।