জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এর আগে একটা সিরিয়ালে আমাকে সিলেক্ট করা হয়েছিল। কিন্তু শুটিং-এর আগের দিন আমাকে জানানো হয় আমাকে বাদ দেওয়া হয়েছে” — এতবার রিজেকশনের মুখোমুখি হওয়া অঙ্কিতা মল্লিক কীভাবে অডিশনের হতাশা কাটিয়ে দর্শকদের প্রিয় ‘জগদ্ধাত্রী’ চরিত্রে পৌঁছলেন?

অভিনয়ের জগতে প্রতিটি অভিনেত্রীরই হয়তো কোনও না কোনও সময়ে রিজেকশন বা হতাশার মুখোমুখি হতে হয়। কিন্তু কিছু মানুষ এই প্রতিকূলতাকেই নিজেদের শক্তিতে পরিণত করতে পারেন। এমনই এক উদাহরণ অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের। একসময় তিনি ছোট পর্দায় অজানা সাইড রোলে কাজ করতেন, দর্শকের নজর কাড়তে পারেননি। তবু নিজের পরিশ্রম এবং অভিনয়ের প্রতি ভালোবাসাই তাঁকে আজ ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে প্রধান চরিত্রে পৌঁছে দিয়েছে।

প্রথম দিনগুলোতে অঙ্কিতার জন্য পথটা মোটেও সহজ ছিল না। এই ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা প্রচুর, আর নতুনদের জন্য সুযোগের অভাবও রয়েছে। অঙ্কিতা নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘একটি সিরিয়ালে আমাকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু শুটিং-এর আগের দিন জানতে পারি আমি বাদ পড়েছি। তখন খুব হতাশ হয়েছি। অডিশনের পর অডিশন দিতে দিতে মনে হয়েছিল, হয়তো আর চেষ্টা করা উচিত নয়।’ এই ধরনের অভিজ্ঞতা অনেকের জন্য হতাশাজনক হলেও অঙ্কিতার মনোবল ভেঙে যায়নি।

নায়িকা হিসাবে প্রথম কাজের চ্যালেঞ্জ ও সংগ্রামের মধ্যে দিয়েই তিনি নিজেকে ধীরে ধীরে তৈরি করতে শুরু করেন। অঙ্কিতা বলেন, ‘অডিশনের এক সময় আমি স্নেহাশিসদার অফিসে যাই। উনি আমাকে অভিনয় শিখিয়েছেন, ধৈর্য এবং কৌশল দেখিয়েছেন। সেই সময় থেকেই আমার অভিনয় আরও সাবলীল হয়ে উঠেছি।’ এই প্রশিক্ষণ এবং পরিশ্রমই তাকে আজ দর্শকের হৃদয়ে জায়গা করে দিয়েছে।

অঙ্কিতার ‘জগদ্ধাত্রী’ চরিত্র দর্শক এবং সমালোচক দুই পক্ষের কাছেই প্রশংসিত। ছোট পর্দার অনেক নতুন মুখের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারাটা সহজ নয়, কিন্তু ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক প্রশিক্ষণ দিয়ে অঙ্কিতা সেটা করেছেন। আজ তাঁর অভিনয় শুধু চরিত্রকেই নয়, পুরো ধারাবাহিকের গল্পকেও সমৃদ্ধ করেছে।

আরও পড়ুনঃ “মানুষ যে কত কুকুরের ছানাকে পিষে দেয় রোজ, তার ইয়ত্তা নেই”, “কুকুরদের আমি সন্তানসমই দেখি” — দিল্লির আশ্রয়কেন্দ্রে কুকুরের মাংস পাচারের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ শ্রীলেখা মিত্রর

অঙ্কিতা নিজে এই যাত্রাকে জীবনের বড় শিক্ষা হিসেবে দেখেন। তিনি বলেন, ‘যা হয়, ভালোর জন্যই হয়। সিরিয়াল থেকে বাদ পড়ায় হয়তো আমি আজ জগদ্ধাত্রী হতে পেরেছি। প্রতিটি রিজেকশন আমাকে শক্তিশালী করেছে, আর আজ আমি যা করছি সবটাই আমার পরিশ্রম এবং তাঁদের জন্য যারা আমাকে বিশ্বাস করেছেন।’ দর্শকদের প্রিয় এই চরিত্রের পেছনের গল্প আসলে আমাদের শেখায়—সংগ্রাম আর ধৈর্যই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি।

Piya Chanda