জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, আর্য হোটেলের বাইরে বেরিয়ে ফোন কথা বলছে। এই অপর্ণা ভাবে আর্যর কাছে ক্ষমা চেয়ে নেবে। আর্যর কথা বলা শেষ হলে, অপর্ণাকে লক্ষ করে এগিয়ে আসে সে। এরপর দু’জনে মিলে কথা বলতে থাকে। অপর্ণা জানায়, আর্যর গান খুব ভালো লেগেছে তার। আগে কোনও দিন গান গাইতে শোনেনি কেন, সেই প্রশ্নও করে অপর্ণা।
আর্য প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে অপর্ণাকে বলে, হোটেলে ফিরে যেতে। কারণ গানের লড়াইতে মেয়েদের দলে তাঁর প্রয়োজন। অপর্ণা জানায়, এতক্ষণে হয়তো সেই লড়াই শেষ হয়ে গেছে। তবুও অপর্ণা ফিরে যেতে শুরু করতেই, এক অজানা ব্যক্তি আর্যকে দেখে শঙ্কর বলে ডাকেন। কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায় আর্য, তারপর ব্যক্তিটিকে বোঝানোর চেষ্টা করে যে তার কোনও ভুল হচ্ছে।
কিন্তু নাছোড়বান্দা সেই ব্যক্তি বলে, ছোট থেকে মাধবপুরে আর্যর সঙ্গে বড় হয়েছে একই দলের হয়ে খেলেছে আর এখন পরিচয় পাল্টে সে বন্ধুকে অস্বীকার করছে। হঠাৎ করেই কিঙ্কর কিছু লোক নিয়ে সেখানে হাজির হয় এবং ব্যক্তিটিকে মারতে মারতে বের করে দেয়। অপর্ণার সন্দেহ হচ্ছে আর্যর উপর কিঙ্কর বুঝতে পারে। কিঙ্কর একেবারে ছায়াসঙ্গীর মতো লেগে থাকে অপর্ণার সঙ্গে।
রাতে খাওয়ার টেবিলে অপর্ণা আর্যকে ওই ব্যক্তিটির প্রসঙ্গে প্রশ্ন করতেই, অতিরিক্ত পর্যায়ে রেগে যায় আর্য। অপর্ণার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলে সে, অপর্ণা কষ্ট পেয়ে ঘরে চলে যায়। এরপর হোটেলের কর্মীর থেকে মাধবপুরে ঠিকানা যোগাড় করে, কারোর অজান্তেই অপর্ণা সত্যি উদঘাটন করতে বেরিয়ে পড়ে। অপর্ণার মাথায় ঘুরপাক খাচ্ছে, অতীতে মেঘরাজ এবং সেই পাগল ব্যক্তি আর্যর পরিচয় নিয়ে তাকে কিছু বলতে চেয়েছিল।
আরও পড়ুনঃ “এর আগে একটা সিরিয়ালে আমাকে সিলেক্ট করা হয়েছিল। কিন্তু শুটিং-এর আগের দিন আমাকে জানানো হয় আমাকে বাদ দেওয়া হয়েছে” — এতবার রিজেকশনের মুখোমুখি হওয়া অঙ্কিতা মল্লিক কীভাবে অডিশনের হতাশা কাটিয়ে দর্শকদের প্রিয় ‘জগদ্ধাত্রী’ চরিত্রে পৌঁছলেন?
এদিকে আর্য অপর্ণার কাছে ক্ষমা চাইতে একটি ফুলের তোড়ায় সরি লিখে হোটেলের এক কর্মীকে দিয়ে তার ঘরে পাঠায়। ফুলের তোড়াটা নিয়ে ফেরত এসে সেই কর্মী জানায়, অপর্ণার ঘর ফাঁকা। এদিকে মাধবপুর যাওয়ার পথে ফাঁকা রাস্তায় গাড়ি খুঁজতে খুঁজতে, আবার বিপদের সম্মুখীন হয়েছে সে। কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অপহরণ করে ! আর্য কি খুঁজে পাবে কোনদিনও অপর্ণাকে?