জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মেয়ে ‘মীরা’কে কোলে পেয়ে খুশি মা-বাবা! মাতৃত্বের পরেও সম্পর্কের সামাজিক স্বীকৃতির অপেক্ষা, বিয়ে নিয়ে কী বললেন অহনা-দীপঙ্কর? বিয়ের দিনক্ষণ কি ঠিক করে ফেলেছেন?

জুলাই মাসের শেষে মা হয়েছেন টেলিপাড়ার তরুণ খলনায়িকা ‘মিশকা’ ওরফে ‘অহনা দত্ত’ (Ahona Dutta) এবং তার স্বামী তথা টলিউড রূপটান শিল্পী ‘দীপঙ্কর রায়’ (Dipankar Ray)। চলতি বছরের শুরুতেই জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি। সেই সময়ে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন দু’জনে। সমুদ্রতীরে দাঁড়িয়েই স্ফীতকায় উদরের ছবি পোস্ট করে অহনা জানান, আগস্টেই সন্তান আসছে। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।

প্রসঙ্গত, মাত্র ২১ বছর বয়সেই মা হলেন অহনা। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি, নাম রেখেছেন প্রয়াত শাশুড়ি মায়ের স্মৃতিতে ‘মীরা’। দীপঙ্কর অনেক আগেই নিজের মাকে হারান, এর আগে অনেক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাদের সন্তান হয়েই মা আবার ফিরে আসছেন। তাই সন্তানের নাম তার ঠাকুমার নামেই রাখা হয়েছে। এদিকে অহনা-দীপঙ্কর আইনী ভাবে দম্পতি হলেও, সামাজিক বিয়ে হয়নি এখনও।

উল্লেখ্য, অহনার মা ‘চাঁদনী গাঙ্গুলী’ একেবারেই চাননি যে মেয়ে দীপঙ্করকে বিয়ে করুক। কারণ দীপঙ্কর আগেও বিয়ে করেছেন, ব্যক্তিগত সমস্যার কারণেই সেই সংসার ভেঙে যায়। এরপর ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অহনার সঙ্গে দেখা, পরবর্তীতে প্রেম। মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই একপ্রকার সমস্ত সম্পর্ক ছিন্ন করেই, মাত্র ১৯ বছর বয়সে অহনা সংসার পেতেন দীপঙ্করের সঙ্গে।

দু’জনের ছোট্ট সংসার অভিভাবক বলতে একমাত্র অহনার শশুর মশাই, আর রয়েছে মিষ্টি আর চিনি নামের দু’টি পোষ্য। এককথায় অহনা নিজের মাতৃত্বকালীন সময় চুটিয়ে উপভোগ করেছে। কখনও স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া, ইচ্ছে মতো খাওয়ার খাওয়া আর সবকিছুই ভাগ করে নেওয়া সমাজ মাধ্যমে। তবে সন্তান ভূমিষ্ট হতেই একটা প্রশ্ন বারবার করছেন সকলে। সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেবেন কবে?

এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা-দীপঙ্কর বলেন, “একটা সন্তান জন্ম দেওয়ার যেমন শারীরিক কষ্ট, তেমনই অর্থনৈতিক দিক থেকেও কিছুটা ব্যয়সাপেক্ষ। আমরা খুব করে চাই, মীরা একটু বড় হলে বিয়েটা করব। যাতে মেয়ে নিজের চোখে মা-বাবার বিয়েটা দেখতে পায়। ততদিনে হয়তো আর্থিক ভাবেও স্বচ্ছন্দ হতে পারব।” দু’জনের এই সিদ্ধান্তকে সমাজের মাধ্যমে অনেকেই যেমন সম্মান জানিয়েছেন, কিছুজন কটাক্ষ করতেও ছাড়েননি!

Piya Chanda