জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Anurager Chhowa: অর্জুনের হাতে চড় খেয়ে সূর্যের সামনে সব সত্য স্বীকার করলো মিশকা! এবার মিশকার খেলা শেষ

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। পাশাপাশি, ছোটপর্দার গল্পে যেভাবে একজন শ্যামবর্ণ মেয়ের জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে তা দারুণ পছন্দ হয়েছে বাংলা সিরিয়াল প্রেমী ও নেটিজেনদের।

এই মুহূর্তে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। সূর্য, দীপা ও মিশকার ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের নিয়ে তৈরি সিরিয়ালের গল্প। টিআরপি তালিকায়ও বরাবরই প্রথম পাঁচে থাকে। প্রতি এপিসোডেই ধারাবাহিকের গল্পে থাকে নতুন নতুন টুইস্ট। এই মুহূর্তে, আবার ধারবাহিকের গল্প মোড় নিয়েছে খাতে। সহজ কথায় যাকে বলে, গল্প একেবারে জমে ক্ষীর। সূর্যের সঙ্গে ডিভোর্স হয়ে যাবে দীপার। আর তাঁদের সন্তানদের কাস্টডি কে নেবে এই নিয়ে চলছে কোর্ট কেস।

দুই মেয়েকে পাওয়ার জন্য পাগলামি শুরু করেছে সূর্য। সে এতটাই মরিয়া যে সে শেষমেষ সে মিশকার কাছে সাহায্য চাইছে সে। আর মিশকাও সুযোগ পেয়ে যায় এই চক্কড়ে। সেও বারংবার ডাক্তার অর্জুনের বাড়ি ও চেম্বারে তাকঝোক চালাচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি, মিশকা গিয়ে হাজির হয় অর্জুনের বাড়ি। হাসপাতাল থেকেই অর্জুনের ঠিকানা জোগার করেছে সে।

অর্জুনের বাড়িতে গিয়ে বলে ছেলের শরীর খারাপ, তাই উপায় না পেয়ে তাঁর কাছে এসেছেন। কিন্তু মিশকার ছেলের শরীরে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায় না অর্জুন । তাই মিশকাকে বলে ছেলের সব রিপোর্ট নিয়ে যেন হাসপাতালে আসে। এভাবে বাড়িতে যেন না আসেন।

আরও পড়ুনঃ বছর প্রায় শেষের মুখে, সারা বছরে দর্শকদের মন আর টিআরপি ভরাল সিরিয়ালের কোন পাঁচ চরিত্র?

পরের দিন চেম্বারে এসে ছানবিন জারি রাখায় অর্জুন এসে সপাটে চড় মারে মিশকাকে। বলে আপনার মুখোশ আমি খুলে ছাড়বো ডঃ সূর্যের কাছেও পরিষ্কার হওয়া দরকার আপনি ঠিক কতটা নীচ। আর আদালা করে তো আইনি ব্যবস্থা আমি নেবই। অর্জুনের মুখে এহেন কথা শুনে ভয় পেয়ে যায় মিশকা। সে ছেলেকে নিয়ে ডঃ অর্জুনের চেম্বার থেকে বাড়ি চলে আসে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।