জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গুরুবারে বিরাট বড় চমক! নতুনদের পিছনে ফেলে ‘বাংলা সেরা’র মুকুট পেল কোন ধারাবাহিক?

বৃহস্পতিবার মানেই টিআরপির (TRP) দিন। ছোটপর্দার কোন ধারাবাহিক কত নম্বর পেল তা জানার উপায় এই টিআরপি। গুরুবারে সামনে এসেছে বাংলা টেলিভিশনের (Bangla Television) সাপ্তাহিক মার্কশিট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। গত কয়েক সপ্তাহ উলাটপুরান। বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। এ সপ্তাহে কোন মেগা কেমন স্কোর করল, জেনে নিন।

এই সপ্তাহে প্রথম পাঁচের পাঁচ নম্বরে রয়েছে শুভ বিবাহ। চলতি সপ্তাহে টিআরপিতে প্রাপ্ত নম্বর ৬. ০।চতুর্থস্থানে যৌথ ভাবে রয়েছে স্টার জলসার গীতা এলএলবি, কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী। তিনটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬. ৪। গত সপ্তাহের তুলনায় খানিকটা নম্বর বেড়েছে জগদ্ধাত্রীর।

টিআরপি তালিকায় এই সপ্তাহের প্রথম তিনে, তৃতীয়স্থানে রয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। প্রাপ্তনম্বর ৬. ৮। দ্বিতীয়স্থানে রয়েছে স্টার জলসার ‘কথা’ ৬. ৯। আর সকলকে টক্কর দিয়ে প্রথমস্থানে রয়েছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৭. ৫।

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সেরা পাঁচ

প্রথম- ফুলকি (৭. ৫)

দ্বিতীয়- কথা (৬. ৯)

তৃতীয়- নিম ফুলের মধু (৬. ৮)

চতুর্থ- গীতা এলএলবি, কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী (৬. ৪)

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page