সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার আসা মানেই ধারাবাহিকের রেজাল্ট আউট। কোন ধারাবাহিক কাকে টেক্কা দিয়ে ১ নম্বর স্থান দখল করল, তা নিয়েই চলে জোর চর্চা। গত কয়েক সপ্তাহ ধরে কপাল পুড়ছে জি বাংলার (Zee Bangla)। গত সপ্তাহে টপার পজিশন হাতছাড়া করেছে এই চ্যানেল। আর সেই জায়গা দখল করেছে স্টার জলসার (Star Jalsha) সাহেব-সুস্মিতার কথা সিরিয়াল।
টিআরপির উপর নির্ভর করে বর্তমান বাংলা ধারাবাহিকগুলির স্থায়িত্ব। বর্তমানে মেগার সংজ্ঞাটাই বদলে দিয়েছে এখনকার ধারাবাহিকের দর্শক। গল্পে ঢিমেতাল দেখলেই কমে যায় টিআরপি। ফলত টিকে থাকার লড়াইয়ে টিআরপি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
চলতি সপ্তাহেও খুব বেশি ফারাক নেই টিআরপিতে। পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। চতুর্থস্থানে রয়েছে উড়ান। তৃতীয়স্থানে রয়েছে ফুলকি। দ্বিতীয়স্থানে রয়েছে কথা। আর সবাইকে হারিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে গীতা এলএলবি। চলতি সপ্তাহের এই টিআরপি তালিকা রীতিমতো অবিশ্বাস্য দর্শকদের কাছে। কারণ বহুদিন পর ফের একবার স্বমহিমায় ফিরেছে স্টার জলসা বরং প্রথম পাঁচে অনেকটাই কোনঠাসা জি বাংলা। চলতি সপ্তাহেও প্রথম পাঁচের বাইরে জলসার শুভ বিবাহ। এমনকি স্থান পায়নি জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে।
আরও পড়ুন: কুটনামি আর বন্ধ হয় না! দীপার অনুপস্থিতিতে ফের সেনগুপ্ত বাড়িতে ঢোকার ফন্দি করছে মিশকা! কীভাবে ছাড়পত্র আদায় করবে সে?
দেখুন টিআরপিতে সেরা ৫-এর তালিকা-
1st •• গীতা LLB 7.5
2nd •• কথা 7.3
3rd •• ফুলকি 7.1
4th •• উড়ান 6.9
5th •• নিম ফুলের মধু 6.4