নতুন মোড় নিচ্ছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) -এর গল্প। সম্পর্কের টানাপোড়েনে জড়িয়ে পড়ছে আর্য, অপর্ণা আর মীরার ত্রিকোণ আবেগ। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে, আর্য অপর্ণাকে মন্দিরে ডেকে পাঠায় মনের কথা জানাতে। কিন্তু পরিস্থিতি ঘুরে যায় যখন মীরার মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায়, আর্য তাঁর পাশে থাকার সিদ্ধান্ত নেয়। অপর্ণা মন্দিরে একা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ফিরে যায়।
পরে আর্যকে ফোন করলে ড্রাইভার জানায়, আর্য মীরার বাড়িতে আছে। এখান থেকেই শুরু হয় অপর্ণার মনে নানা প্রশ্ন আর সন্দেহ। এই সম্পর্কের দ্বিধা, টানাপোড়েন ও ভুল বোঝাবুঝির আবহে ধারাবাহিকের নতুন প্রোমো চরম নাটকীয়তা সৃষ্টি করেছে। মাত্র এক ঘণ্টায় সাত হাজারের বেশি সমাজ মাধ্যম প্রতিকিয়া প্রমাণ করে দিয়েছে, দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রোমোতে দেখা যায়, মীরার মা মারা গিয়েছেন।

ভেঙে পড়া মীরা আর্যকে জড়িয়ে ধরে বলে—“আমার আর কেউ রইল না, তুমি দায়িত্ব নেবে তো?” সেই আবেগঘন মুহূর্তেই হাজির হয় অপর্ণা। সে দেখে আর্যকে মীরার পাশে, আর্য কাছে আসতে চাইলে অপর্ণা সরে যায়। প্রোমোর এক দৃশ্যে অপর্ণার সংলাপ “স্যার, আর এগোবেন না! মীরা ম্যামের আপনাকে এখন বেশি দরকার” স্পষ্ট করে দেয়, সে আর এই সম্পর্ক এগিয়ে নিতে চাইছে না।
কান্নায় ভেঙে পড়ে অপর্ণা জানায়, আর্য তাঁকে ঠকিয়েছে। এখানেই জমে উঠেছে নাটক। দর্শকদের প্রশ্ন—আসলে কি ভুল বুঝেছে অপর্ণা? নাকি সত্যিই আর্যের মনে কোথাও অন্য এক অনুভব দানা বাঁধছে? নাকি মীরার সাপে বর হয়েছে মা মারা যেতেই? এই ত্রিকোণ সম্পর্কের জট খোলার অপেক্ষায় এখন দর্শকরা। অপর্ণা কি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবে? নাকি আর্য নিজের অবস্থান স্পষ্ট করবে মীরা ও অপর্ণার মধ্যে?
আরও পড়ুনঃ অপর্ণার আশা বৃথা! মীরার মায়ের জন্য মন্দিরে পৌঁছল না আর্য! আর্যর প্রতিশ্রুতি ভেঙে গেল মীরার কান্নায়! অপর্ণার ভাগ্যে কি এবারও শুধু প্রতীক্ষা?
এই অনিশ্চয়তাই তৈরি করছে ধারাবাহিকের মূল আকর্ষণ। ‘চিরদিনই তুমি যে আমার’ বর্তমানে সেরা পাঁচে না হলেও, টিআরপি তালিকায় ভালোই স্থান ধরে রেখেছে। ধারাবাহিকের এই নতুন মোড় এবং বাস্তবসম্মত আবেগ-দ্বন্দ্ব দর্শকদের গল্পের সঙ্গে আরও বেশি করে সংযুক্ত করছে। এখন দেখার, এই আবেগঘন ভাঙন কি ফের নতুন মোড় নিয়ে আসবে আর্য-অপর্ণার সম্পর্কে? আপাতত উত্তর মিলবে পরবর্তী পর্বে।