জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সম্পর্ক নিয়ে আবারও চর্চায় প্রতীক-সোনামণি জুটি! জি বাংলায় ‘দাদামণি’ হয়েছেন প্রতীক! সোনামণির সঙ্গে অনস্ক্রিন প্রেম নিয়ে অভিনেতা মুখ খুললেন অবশেষে! সোনামণির সঙ্গে বন্ধুত্ব না প্রেম? কি ইঙ্গিত দিলেন অভিনেতা!

জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক ‘দাদামণি’ (Dadamoni) নিয়ে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ‘প্রতীক সেন’ (Pratik Sen)। এই ধারাবাহিকে চার বোনের দায়িত্ব কাঁধে নিয়ে এক ভিন্নধর্মী দাদার চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে দীর্ঘদিন স্টার জলসায় একের পর এক সফল ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন প্রতীক। এবার অন্য চ্যানেলে এক নতুন গল্প নিয়ে তার প্রত্যাবর্তন বেশ নজর কেড়েছে দর্শকদের।

একসময়ের গম্ভীর, বুদ্ধিদীপ্ত চরিত্রের অভিনেতাকে এবার আরও আবেগঘন ও দায়িত্ববান দাদার ভূমিকায় দেখতে পাচ্ছেন দর্শকেরা। সম্প্রতি ধারাবাহিকের শ্যুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজের পেশাগত যাত্রা থেকে শুরু করে ব্যক্তিগত অনুভব সবই ভাগ করে নেন প্রতীক। প্রশ্ন উঠতেই তিনি জানান, এই নতুন চরিত্র তাঁর অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক। পাশাপাশি ‘দাদামণি’ চরিত্রের মধ্যেও একটি রোম্যান্টিক আঙ্গিক রয়েছে।

সব মিলিয়ে গল্পে ভিন্ন স্বাদ যোগ হচ্ছে রোজ। তবে এখানেই থেমে থাকেননি তিনি। কথার ফাঁকে উঠে আসে তাঁর পুরনো পর্দার সঙ্গী অভিনেত্রী সোনামণি সাহার প্রসঙ্গ। ‘মোহর’ এবং ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে প্রতীক-সোনামণি জুটির অনস্ক্রিন রসায়ন ছিল অনন্য। দর্শক এখনও এই জুটিকে মনে রেখেছেন বিশেষ ভালবাসায়। সামাজিক মাধ্যমে আজও যখন তাঁদের একসঙ্গে দেখা যায়, ভক্তদের কমেন্টবক্স ভরে যায় পুনর্মিলনের আবদারে।

এসব নিয়েই প্রশ্ন করা হলে, প্রতীক অকপটে বলেন, “দর্শক আমাদের খুব ভালোবেসেছে, সেই কারণেই এই জুটিকে আবারও পর্দায় দেখতে চায় তারা।” তবে শুধুই পর্দার প্রেম নয়, বাস্তব জীবনেও প্রতীক ও সোনামণির বন্ধুত্ব নিয়ে রয়েছে আলাদা কৌতূহল। অনেকেই মনে করেন তাঁদের বন্ধুত্বের চাওয়াটাও একটু বেশি, একটু অন্যরকম। এ প্রসঙ্গে প্রতীক জানান, এতদিন একসঙ্গে কাজ করে তাঁদের মধ্যে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব।

আরও পড়ুনঃ আর্য-অপর্ণার সম্পর্কে ছেদ! মীরার ডাকে সাড়া দিয়ে অপর্ণার হৃদয়ে ভাঙল আর্য! অপর্ণা প্রস্তাব ফেরাতেই, মীরার কোলে সান্ত্বনা খুঁজছে আর্য! ‘চিরদিনই তুমি যে আমার’-এ বোঝাবুঝিতে চিরদিনের ভাঙন!

সময় কাটানো, একে অপরকে জানার সুযোগ—সব মিলিয়ে গড়ে উঠেছে এমন একটা সম্পর্ক, যা আজও অটুট। এই মুহূর্তে প্রতীক ব্যস্ত ‘দাদামণি’ ধারাবাহিক নিয়ে। তবে ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার সোনামণির সঙ্গে তাঁকে একফ্রেমে দেখা যাবে। যদিও প্রতীক আশার বাণী শুনিয়েছেন, ভবিষ্যতে এমন কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তাই পুরনো রসায়নের পুনর্জন্মের অপেক্ষায় রইল বাংলা টেলিভিশনের দর্শক।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।