জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’(Chirodini Tumi Je Amar) -এ একের পর এক নতুন মোড় জমে উঠেছে আর্য-অপুর সম্পর্কের সমীকরণ। মনের টানাপোড়েনে কেউ প্রকাশ করছে না অনুভূতি, এদিকে আবার দুজনেই চায় সম্পর্কটা এগিয়ে যাক। অন্যদিকে, অপু আর নীলের বন্ধুত্বকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে আর্য। দিনের শেষে তাঁর মনে মনে উঠছে একটাই প্রশ্ন— অপুর সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কোথায়?
বর্তমান পর্ব অনুযায়ী, অপু আর আর্য দুজনেই এখন একে অপরকে নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করেছে। রাতে ঘুম না আসার কারণ হয়ে উঠেছে পরস্পরের ভাবনা। আর্যর হঠাৎ রাগ, অপুকে ঘিরে কিঙ্করের কটাক্ষ, এমনকি মীরার খাড়াপ আচরণ, সব মিলিয়েই আবেগের বাঁধভাঙা অবস্থা। কিন্তু তবুও মুখ ফুটে কিছুই বলছে না কেউ!একবার অপু সরাসরি জিজ্ঞেস করেই বসে, যে তাদের ভবিষ্যৎ আছে কি? তবে এবার গল্প ঘুরছে অন্য পথে!

নতুন প্রোমোতে দেখা গেল অপুদের বাড়িতে গিয়েছে আর্য। সাদামাটা আমন্ত্রণ, অপুর মা খাবার দিলেন খেতে। আর্য খাওয়া শুরু করতেই অপুর মা জানালেন, এই খাবার তাঁদের অফিসের নীল এনে দিয়েছে, আর এতেই গম্ভীর হয়ে যায় আর্যর মুখ। অপু লক্ষ করে সেই বদল। খাবার শেষ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা আর্যর মুখ দেখে জানতে চায় অপু—“কি হয়েছে?” উত্তরের অপেক্ষা না করেই অপু নিজেই বলে, “সমস্যা একটা হয়েছে, আর সেটা নীলকে নিয়েই।”
আরও পড়ুনঃ ‘তুমি দেখতে খারাপ’, টেলিভিশন করতে এসে তীব্র কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়! ভেঙে পড়েছিলেন, জানালেন গ্ল্যামার দুনিয়ার অন্ধকার সত্যি!
এই রবিবার জি বাংলার পর্দায় আসতে চলেছে ‘মনমাতানো রবিবার’। যেখানে গল্প এগোবে এক নতুন দিকে। নীল কি সত্যিই শেষ করে দেবে তাঁদের সস্পর্ক? অপু কি বুঝতে পারবে নিজের আসল ভালোবাসা? আর্য কি এবার মুখ ফুটে বলবে নিজের মনের কথা? জানতে হলে চোখ রাখতেই হবে ‘চিরদিনই তুমি যে আমার’-এ, প্রতিদিন সন্ধে ৬:৩০ টায়, শুধুমাত্র জি বাংলায়।