জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পারুলের জন্মদিনে আবেগের বিস্ফোরণ! শিরীনের চোখ এড়িয়ে পারুলের কাছে রায়ান! শিরীনের দিন এবার শেষ!পারুলের জন্মদিনেই রায়ানের ভালবাসার স্বীকারোক্তি! সব বাধা পেরিয়ে অবশেষে এক হতে চলেছে তাঁরা!

জি বাংলার ‘পরিণীতা’য় (Parineeta) রায়ানের অবহেলায় নাকি ক্রমশ মানসিক ভারসাম্য হারাতে শুরু করেছে শিরীন! প্রেমিকের ভালোবাসা না পেয়ে একরাশ অভিমান জমে রয়েছে তার মনে! বারবার রায়ানকে কাছে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সে, অবশেষে সকলের চোখের আড়ালে আ’ত্মহ’ত্যার চেষ্টা করে বসে শিরীন। রায়ানকে শিরীনের মা এই কথা জানাতেই এক মুহুর্তে সব দোষ গিয়ে পরে পারুলের উপর! শিরীন, রায়ানের মা থেকে শুরু করে বন্ধুরাও পারুলকে তৃতীয় ব্যক্তির আখ্যা দিয়ে দেয়!

এখন পারুল- রায়ানের সম্পর্ক চূড়ান্ত রকম জটিল মোড়ে। কোনও রকম বড় বিপদ না ঘটলেও, হাসপাতালে ভর্তি হওয়ার পরও শিরীন চালিয়ে যায় নতুন নাটক। এবার সে অসুস্থতার ভান ধরে রায়ানকে পাশে পেতে চায়। রায়ান বুঝতে পারে এই খেলাটা এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে নিজের অবস্থান স্পষ্ট জানালেও শিরীনের পরিবারের চাপে ফেঁসে যাচ্ছে এক অনিচ্ছার সম্পর্কের ফাঁদে। ধীরে ধীরে পারুলের প্রতি অনুভূতি তৈরি হচ্ছে রায়ানের।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

শিরীন যে সারাজীবন তাঁকে হাসিলের চেষ্টাই করেছে, একটুও ভালোবাসেনি সেটা এখন বুঝতে পারছে সে। পারুল জানে এই অসুস্থতার আড়ালেই শিরীন নতুন করে এক চক্রান্ত কাজ করছে, পারুল সবটা বুঝেও এখন কিছু করতে পারছে না। কিন্তু ঠিক তখনই রায়ানের মনের কথা শুনে নিজের ভেতরে জেদ পুষে ফেলে সে। আর এবার শিরীনকে হাতেনাতে ধরেই ছাড়ে সে। রায়ানের অনিচ্ছা, পারুলের সন্দেহ আর শিরীনের নাটক, এই তিনের গল্পে যুক্ত হয় নতুন মোড়।

জি বাংলার প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, পারুল তার জন্মদিন উপলক্ষে ফোন করে রায়ানকে নিমন্ত্রণ করে। রায়ান জানায়, সে যেকোনও ভাবেই এই বিশেষ দিনে বসু বাড়িতে আসবেই পারুলের কাছে। শিরীনের চোখ এড়িয়ে, অনেক কষ্টে গোপনে বাড়িতে আসে রায়ান। পারুলের সামনে এসে রায়ান অনুরোধ করে, সে আর এই মিথ্যার জীবন আর সস্পর্ক সহ্য করতে পারছে না, তাকে যেন পারুল কোনওভাবে মুক্ত করে।

পারুল চুপচাপ রায়ানের হাত ধরে বলে, এই জন্মদিনে সে প্রতিজ্ঞা করছে, রায়ানকে সে ফিরিয়ে আনবেই! একসাথে কেক কাটবে দুজনে! কিন্তু মিথ্যে সম্পর্কে বন্দি অবস্থায় নয়, ভালোবাসার স্বাধীনতায়। আর সেই প্রতিজ্ঞা কি সত্যি করে তুলতে পারবে পারুল? নাকি শিরীনের নতুন ষড়যন্ত্রে আবারও ঘুরে যাবে সম্পর্কের চাকা? রায়ান কি এই জন্মদিনেই পারুলকে দেবে ভালবাসার উপহার? সবটা জানতে চোখ রাখুন শুধুমাত্র জি বাংলার ‘পরিণীতা’য় রোজ রাত ৮ টায়!

Piya Chanda