জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমার ছবি ব্যবহার করলেই আইনি পদক্ষেপ নেব!’ হুঁশিয়ারি টলি অভিনেত্রী শ্বেতার! ‘নিজেকে বিরাট সেলিব্রেটি ভাবছে’, ‘বিয়ের লুকে একটু ভালো লেগেছে বলে নিজেকে বিরাট কিছু মনে করছে’, অভিনেত্রীকে কটাক্ষ নেটপাড়ার

সেলিব্রেটি, সাধারণ মানুষের কাছে এই তকমাটা অনেক বড়ো ব্যাপার। জীবনে কেউ হত চান সেই সেলিব্রেটিদের মধ্যে একজন আবার কেউ দূর থেকে তাদের দেখেই আনন্দ উপভোগ করেন, হয়ে ওঠেন তাদের পরম অনুরাগী।

আজকালকার দিনে, আবার এই সেলিব্রেটিদের অনুকরণ করে সাজ পোশাক থেকে শুরু করে ডায়েট এবং আরও কত কী তাঁদের অনুরাগীরা। সেই তারকা হতে পারে ছোট পর্দার কোনো অভিনেতা-অভিনেত্রী কিংবা বড় পর্দার কোনো জনপ্রিয় ব্যাক্তি। আর, ঠিক এই বিষয়কে কেন্দ্র করেই সম্প্রতি টলি অভিনেত্রীর শ্বেতার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী তাঁর বিয়ের দিনের বিশেষ সাজপোশাক নিয়ে বক্তব্য রাখছেন সমাজ মাধ্যমে। অভিনেত্রীর মতে, তাঁর বিয়ের দিনের পরা বিশেষ পোশাকের ডিজাইনকে অনুকরণ করে বাকিরা ব্যবসা করছে, তাও তাঁর অনুমতি না নিয়ে। এতেই রয়েছে অভিনেত্রীর ঘোর আপত্তি। অভিনেত্রী আরও জানান, বিনা অনুমতিতে তাঁর ছবি ব্যবহার করার জন্য আইনত পদক্ষেপও নিতে পারেন সকলের বিরুদ্ধে। এমনকি, গুজবে কান দিতে বারণ করেন শ্বেতা।

অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই, নেট বাসীরা তাঁর দিকে নানান নেতিবাচক মন্তব্য। অনেকে বলেছেন, ‘অরিজিৎ সিংকে দেখি আর এদের দেখি। গগনচুম্বী সাফল্য পেয়েও একজন মানুষ কতটা মাটির কাছাকাছি, কি সাধারণ আর এরা নিজেদের কি ভাবে সত্যি’। আবার কেউ কেউ শ্বেতার অভিনয়ের প্রসঙ্গ তুলে বলেছেন, ‘বিয়ের লুকে একটু বেশি ভাইরাল হয়েছে বলে নিজেকে কিনা জানি মনে করছে। ওই তো অভিনয়ের ছিরি। দুদিন পরে এমনিই শুনতে পাবো এবার ডিভোর্স হবে। মানুষের অহংকার হলে যা হয়’।

অনেকেই আবার অভিনেত্রীর মন্তব্যকে সমর্থন করেছেন। আবার অনেকেই এই ভিডিওটিকে মজার ছলে নিয়ে বলেছেন, ‘ভাই একটা সেম ডিজাইনের ব্লাউজ লোকে বানাবে…তাতে কী ভাই? সবসময় সব ডিজাইন সেলিব্রিটিদের থেকেই ইন্সপায়ারড হয়ে আসে। ওরাই আগে পরে। তারপর লোকজন সেই ডিজাইনগুলো পরে। একটা তো ব্লাউজi। হায় ভগবান’। তবে অভিনেত্রী সমালোচকদের এই মন্তব্য নিয়ে এখনো কোনো মুখ খোলেনি।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page