জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মঞ্চে অপর্ণাকে স্বীকৃতি দিলেন আর্য! দূরত্ব পেরিয়ে কাছাকাছি আর্য-অপর্ণা! ‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন প্রোমোয় উল্টে গেল সম্পর্কের সমীকরণ! হবে কী বিয়ে?

জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) শুরুর দিন থেকেই প্রতিনিয়ত দর্শকদের চমক দিয়ে চলেছে। ধারাবাহিকটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে সমাজ মাধ্যমে তার প্রতিটি নতুন মোড় নিয়ে চলছে চর্চা। মূলত আর্য ও অপর্ণার সম্পর্কই এখন ধারাবাহিকের মূল চালিকাশক্তি। তাঁদের রসায়নে যেমন প্রেম, তেমনই রয়েছে টানাপোড়েন।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে, অপর্ণার বাবার অনুরোধে আর্য তাঁর কাছ থেকে দূরে সরে গিয়েছে। এই দূরত্ব মানতে না পেরে অপর্ণা চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে কিঙ্কর আর মীরা অপর্ণার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলে, যা গল্পে আরও উত্তেজনা বাড়িয়ে দেয়। এই সমস্ত নাটকীয় মোড়ে দর্শকের চিন্তা ছিল—আর্য-অপর্ণার সম্পর্ক কি তবে ভেঙে যাবে?

Chirodini Tumi Je Amar, Ditipriya Roy, Jeetu Kamal, Tonni Laha Roy, Avrajit Chakraborty, Arka Jyoti Paul Chaudhury, Zee Bangla, Arya-Aparna, Bengali Serial, Chirodini Tumi Je Amar Today Episode, New Episode, চিরদিনই তুমি যে আমার, দিতিপ্রিয়া রায়, জিতু কামাল, তন্বী লাহা রায়, অভ্রজিৎ চক্রবর্তী, অর্কজ্যোতি পাল চৌধুরী, জি বাংলা, আর্য-অপু, বাংলা সিরিয়াল, চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব, নতুন পর্ব

চ্যানেল এই উত্তেজনার মাঝে যে প্রোমো প্রকাশ করেছে, তা যেন দর্শকদের জন্য এক স্বস্তির নিঃশ্বাস! ধারাবাহিকের সদ্য প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, আর্য মঞ্চে রাজনন্দিনী শাড়ির ব্র্যান্ডের সাফল্য উদযাপন করছে। বক্তব্য রাখার সময়, দর্শকের সামনে তিনি অপর্ণাকে ডেকে নিয়ে আসেন এবং জানিয়ে দেন, এই সাফল্যের পিছনে অপর্ণার অবদান রয়েছে।

অপর্ণার পরনে আর্যের উপহার দেওয়া গোলাপী শাড়ি দেখে চমকে যান তাঁর শাশুড়ি। এতদিনে তাঁর মনে সন্দেহ জাগে—রাজনন্দিনীর সঙ্গে অপর্ণার কি কোনও যোগ আছে? প্রোমোর এই মুহূর্তটি যেন গল্পে নতুন মোড় আনার ইঙ্গিত দিচ্ছে। সেই সঙ্গে আর্য-অপর্ণার সম্পর্কেও যে দূরত্বটা ঘোচার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটাও স্পষ্ট। মাত্র ৪৫ মিনিটে এই প্রোমো ৫৭ হাজারেরও বেশি দর্শক দেখে ফেলেছেন!

যা থেকেই পরিষ্কার ধারাবাহিকের প্রতি দর্শকের ভালোবাসা কতটা গভীর। উল্লেখ্য, ধারাবাহিকে আসছে ‘তোলপাড় তিন দিন’ ৭-৯ জুলাই। আর দর্শকরা আশায় বুক বেঁধেছেন, এবার হয়তো খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে অপু আর আর্য। সবশেষে চেনা ছকে নয়, গল্পে এই ধরনের চমক দর্শক ধরে রাখার ক্ষেত্রে কার্যকর বলেই প্রমাণিত হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে।

Piya Chanda