টেলিভিশনের দুনিয়ায় এক সময় যাঁর উপস্থিতি ছিল অনবদ্য, সেই অভিনেত্রী তথা নৃত্যশিল্পী ‘ইন্দ্রাণী দত্ত’ (Indrani Dutta) আবারও ফিরছেন ছোটপর্দায়। বড় পর্দা থেকে থিয়েটার, ধারাবাহিক— সব ক্ষেত্রেই সমান সাবলীল এই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন দর্শকদের সামনে। ‘জীবনসাথী’ ধারাবাহিকে সালঙ্কারা বন্দ্যোপাধ্যায়ের মতো জটিল চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গাঁথা।
যদিও গত কয়েক বছর ধরে টিভি পর্দা থেকে কার্যত উধাও হয়ে গিয়েছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে। তবে সেই চরিত্র ছিল অতি স্বল্প সময়ের। তার পর কেটে গেছে প্রায় দেড় বছর। অনেকেই ভাবছিলেন, তবে কি ছোটপর্দায় আর ফিরছেন না ইন্দ্রাণী? তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার আবারও এক নতুন চমক নিয়ে পর্দায় ফিরলেন তিনি।
তবে কি নতুন কোনও ধারাবাহিকে? না, কোনও ধারাবাহিক নয়—এইবার দেখা গেল এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে। জি-বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ মঞ্চে বিশেষ অতিথি হিসাবে হাজির হবেন ইন্দ্রাণী দত্ত। বহুদিন পর তাঁর পর্দায় উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের কাছে এক আনন্দঘন মুহূর্ত। মঞ্চে তিনি শুধু অতিথি হিসেবেই উপস্থিত থাকবেন না, সবার জন্য ছোট্ট একটি নৃত্য পরিবেশনও করবেন।
জি বাংলার প্রকাশিত প্রোমোতে দেখা গেল সেই ঝলক, যা মুহূর্তে মন কেড়েছে সকলের। বয়সের ছাপ যেন স্পর্শ করতে পারেনি এই অভিজ্ঞ অভিনেত্রীকে। অনায়াসে ক্যামেরার সামনে নিজের সাবলীলতা ও আত্মবিশ্বাসে ভর করে প্রমাণ করে দিলেন, অভিনয় ও পারফর্মেন্স তাঁর রক্তে। নতুন প্রজন্মের প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিলেন তিনি।
আরও পড়ুনঃ অপর্ণার উপর চোরের অপ’বাদ! টাকা উদ্ধারের পরও অপ’মানের শেষ নেই! মীরা-কিঙ্করের জঘন্য ফাঁদে পড়ে আ’ত্মহ’ত্যার চেষ্টা সতীনাথের! আর্য কি পারবে অপুকে বাঁচাতে?
তাদের মধ্যে যেন নিজেকেই আবার নতুন করে ফিরে পেলেন তিনি। ইন্দ্রাণীর এই প্রত্যাবর্তন নস্ট্যালজিয়ায় ভরিয়ে দিয়েছে দর্শকদের। যদিও তিনি আবার কোনও ধারাবাহিকে ফিরবেন কি না, তা এখনও স্পষ্ট নয়, তবে এই এক ঝলক উপস্থিতিই প্রমাণ করে দিল—ইন্দ্রাণী দত্ত এখনও দর্শকদের মনে ঠিক ততটাই প্রাসঙ্গিক, ঠিক ততটাই প্রিয়।