জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপর্ণার উপর চোরের অপ’বাদ! টাকা উদ্ধারের পরও অপ’মানের শেষ নেই! মীরা-কিঙ্করের জঘন্য ফাঁদে পড়ে আ’ত্মহ’ত্যার চেষ্টা সতীনাথের! আর্য কি পারবে অপুকে বাঁচাতে?

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপর্ণাকে দশ লাখ টাকা নিরাপদে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেই টাকা খুঁজে পাওয়া যায় না, মীরা থেকে শুরু করে অর্ক এবং কিঙ্কর— সবাই অপুকেই চোর মনে করে কথা শোনায়। এদিকে অপুর বাড়িতে পুলিশ যায় টাকার খোঁজে তল্লাশি চালাতে, অপুর মা-বাবা এবং পাড়া প্রতিবেশী সবাই অপুর পক্ষেই কথা বলে।

পুলিশকে তার বলে যে অপুর পক্ষে এমন কাজ করা সম্ভব নয়, কিন্তু পুলিশ নিজের কাজ করতে থাকে। অবশেষে অপর্ণার আলমারি থেকেই একটা খাম উদ্ধার হয়, যেটার মধ্যে ওই টাকা পাওয়া যায়। টাকা উদ্ধার হতেই পাড়া প্রতিবেশীরা উল্টো সুরে কথা বলতে শুরু করে, সবাই অপুকই দোষী মনে করে অনেক কথা শোনাতে শুরু করে তাঁর মা-বাবাকে। রূপা অপুকে ফোন করে সবটা জানায়, অপু অফিস থেকে তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা হয়।

Chirodini Tumi Je Amar, Zee Bangla, Arya-Apu Love Story, New Promo, Ditipriya Roy, Jeetu Kamal, Aparna, Rebirth Twist, Bengali Serial, Chirodini Tumi Je Amar New Episode, চিরদিনই তুমি যে আমার, জি বাংলা, নতুন প্রোমো, আর্য-অপু প্রেম, আর্য-অপু, দিতিপ্রিয়া রায়, জিতু কমল, পুনর্জন্ম রহস্য, চিরদিনই তুমি যে আমার নতুন পর্ব

অর্ককে কথা দিয়ে আসে, যদি চোর প্রমাণিত হয়, তাহলে নিজে এসেই ধরা দেবে। অর্ক কিছুতেই বুঝতে পারে না পুলিশ কে পাঠালো! এদিকে মীরা অনুতাপে ভেঙে পড়ে, ঠিক করে সবাইকে বলে দেব যে অপর্ণা নির্দোষ আর টাকাটা সে সড়িয়ে ছিল তাঁকে কাজ থেকে তাড়ানোর জন্য। কিন্তু বাড়িতে টাকা সে রাখেনি, কিঙ্কর জানায় যে সে অপুর বাড়িতে টাকাটা রেখেছে, যাতে চোর প্রমাণিত হয়।

অর্ক অন্যদিকে আর্যকে ফোন করে যা যা ঘটেছে সবটা জানায়। আর্য দেরী না করে অপুর বাড়ির দিকে ছুট লাগায়। এদিকে অপু দৌড়ে আসতে গিয়ে পড়ে যায় আর মাথায় চোট পায়। এমন সময় এক মতঙ্গ সাধিকা এসে অপুকে উঠতে বলে হাত বাড়ান, অপুকে বলেন সামলে আরও ঝর আসছে তাই শক্ত হতে হবে। অন্যদিকে সতীনাথ এতো অপমান সহ্য করতে না পেরে আ’ত্মহ’ত্যার সিদ্ধান্ত নেন।

অপু বাড়ি পৌঁছে দেখে মা কাদঁছে অথচ বাবা কোথাও নেই। ঘরের দরজা বন্ধ দেখে জানলায় চোখ রাখতেই অপুর পায়ের তোলার মাটি সরে যায়। সজোরে ধাক্কা মারতে থাকে দরজায় কিন্তু দরজা খোলে না। আর্য এসে দরজা ভেঙে গুরুতর অবস্থায় উদ্ধার করে অপর্ণার বাবাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তার আশঙ্কাজনক বলে জানান। অপু বলে, বাবার কিছু হলে আর্যকেও সে ছাড়বে না।

Piya Chanda