বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য আসছে এক দারুণ চমক। যাঁরা টেলিভিশনের পুরোনো, পরীক্ষিত মুখদের ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য খুশির খবর। পর্দায় আবার ফিরছেন এমন কিছু শিল্পী, যাঁদের পারফরম্যান্স একসময় ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। আর এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছেন বাংলার অন্যতম সুপারস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। নিজের প্রযোজনায় একসঙ্গে ফিরিয়ে আনছেন দু’জন জনপ্রিয় অভিনেতাকে।
‘কিলবিল সোসাইটি’ ছবির পর বিশ্বনাথ বসুকে আর বড় পর্দায় দেখা যায়নি। দর্শকরা কৌতূহল নিয়ে অপেক্ষায় ছিলেন, কবে আবার দেখা যাবে তাঁকে। এবার সেই অপেক্ষার অবসান। জানা যাচ্ছে, নতুন একটি ধারাবাহিকে বিশ্বনাথ বসু মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। শিগগিরিই শুটিং শুরু হবে। একটি সাধারণ মানুষের চরিত্রে তাঁকে দেখা যাবে এবং এই চরিত্রেই টেলিভিশন পর্দায় ঝড় তুলতে পারেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।
শুধু বিশ্বনাথই নন, ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রাশিস রায়ও। একসময় ‘গানের ওপারে’, ‘অদ্বিতীয়া’, ‘জল থই থই ভালোবাসা’-র মতো ধারাবাহিকে তাঁর কাজ দর্শকদের মনে রয়েছে। ব্যক্তিগত কারণে তিনি দীর্ঘদিন ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন। এবার প্রসেনজিতের প্রযোজনায় ফের ছোটপর্দায় ফিরছেন তিনি। অভিনেতা নিজেও এই ফেরায় দারুণ উচ্ছ্বসিত। প্রসেনজিতের মতো একজন আইকনের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করছেন।
এই ধারাবাহিকের বিশেষত্ব এখানেই শেষ নয়। সূত্র অনুযায়ী, একটি জনপ্রিয় বাংলা সিনেমা চ্যানেল এবার ফিকশন চালু করতে চলেছে। সেই নতুন প্ল্যাটফর্মেই এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। এখনও পর্যন্ত চ্যানেলের তরফে অফিসিয়ালি ঘোষণা না হলেও, খবর মিলেছে যে বিশ্বনাথ ও ইন্দ্রাশিস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি দত্তকে। ধারাবাহিকটি যে একেবারে আলাদা ধরণের গল্প নিয়ে আসছে, তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুনঃ “এখন আর ঝগড়াটুকুও হয় না!” “টিটোদা আজকাল খুব চুপচাপ, একেবারেই বদলে গেছেন”— জন্মদিনে স্ত্রী দোলনের চোখে অন্য এক দীপঙ্কর দে! বিজ্ঞান আর নিরবতায় ডুবে জন্মদিন কাটাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা! কী জানালেন স্ত্রী?
এই ধারাবাহিক শুধু অভিনয়ের জন্যই নয়, চ্যানেল বদলের দিক থেকেও চমকপ্রদ। স্টার জলসার একাধিক ধারাবাহিকে অভিনয় করার পর এই প্রথম অন্য প্ল্যাটফর্মে কাজ করছেন ইন্দ্রাশিস। একইসঙ্গে প্রসেনজিতের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করাও তাঁর জন্য একরকম ঘরে ফেরার মতো অভিজ্ঞতা। টলিপাড়ার মতে, বিশ্বনাথ-ইন্দ্রাশিস-মিমি— এই জুটিকে নিয়ে তৈরি ধারাবাহিক সহজেই টিআরপি-র দৌড়ে এগিয়ে যাবে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।