টলিউডের সম্পর্ক মানেই যেন আলো, ক্যামেরা আর কনফ্লিক্ট! পর্দার প্রেম থেকে বাস্তব জীবনের প্রেম—সবটাই থাকে জনতার নজরে। আর ঠিক সেই কারণেই যখন কোনও জুটি বিচ্ছেদের পথে হাঁটে, তখন তা হয়ে ওঠে চর্চার বিষয়। সাম্প্রতিক সময়ে টলিপাড়ায় বিচ্ছেদের ঘটনা যেভাবে একের পর এক সামনে আসছে, তাতে সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন—তবে কি আজকের দিনে টিকে থাকা সম্পর্ক একটা যুদ্ধ?
গত কয়েক মাসে টলিউডে একাধিক তারকা-জুটির সম্পর্কে ছেদ পড়েছে। সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা রায় এবং সব্যসাচী চৌধুরীর বিচ্ছেদ নিয়ে শোরগোল পড়ে যায়। তার আগেই শোনা গিয়েছে কৌশিক এবং দীপশ্বেতার আলাদা হয়ে যাওয়ার খবর। দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও কেন এই সমস্ত জুটি নিজেদের পথ আলাদা করছেন, তা নিয়েই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়াতেও।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিজের মতামত জানান অভিনেতা রাজা গোস্বামী। তিনি লেখেন, “মানুষ যত উন্নত হয়েছে, তত বেড়েছে বাড়ির উচ্চতা। আর ততই কমেছে সম্পর্কের গভীরতা। আজকের দিনে এত বিচ্ছেদের একটা প্রধান কারণই হল সম্পর্কের গভীরতার অভাব। ভিতটাই যদি নড়বড়ে হয়, তাহলে আর কী হবে।” তাঁর এই বক্তব্যে অনেকেই সহমত প্রকাশ করেছেন, কেউ কেউ আবার বলেছেন, বাস্তবিকই সম্পর্ক টিকিয়ে রাখা এখন চ্যালেঞ্জ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বিবাহবার্ষিকী উদ্যাপন করেছিলেন রাজা ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনি গোস্বামী। সেই উপলক্ষে মধুবনি লিখেছিলেন, “যতই নিন্দুকেরা কুনজর দিক, আমাদের ভালোবাসা আরও বাড়বে।” যদিও তাঁদের এই মন্তব্য নিয়েও কিছু জন সমালোচনা করেন। ফলে রাজা ও মধুবনি জুটিকে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বারবার ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে।
আরও পড়ুনঃ মঞ্চে অপর্ণাকে স্বীকৃতি দিলেন আর্য! দূরত্ব পেরিয়ে কাছাকাছি আর্য-অপর্ণা! ‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন প্রোমোয় উল্টে গেল সম্পর্কের সমীকরণ! হবে কী বিয়ে?
রাজা গোস্বামীর এই পোস্ট আসলে শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিকেও তুলে ধরে। সম্পর্ক টিকিয়ে রাখতে যেখানে দরকার একে অপরকে বোঝার সময় ও ধৈর্য, সেখানে আজকের ব্যস্ততা ও সোশ্যাল মিডিয়ার কৃত্রিম দুনিয়া মাঝে মাঝেই হয়ে ওঠে সমস্যার মূল। আর তাই হয়তো আজকের দিনে সম্পর্ক যত সহজে তৈরি হয়, তত সহজেই ভেঙেও যায়। টলিউডের সাম্প্রতিক ট্রেন্ড হয়তো সেই কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে।