জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন ধারাবাহিকে ফিরছেন ‘ঝিলিক’ ওরফে নন্দিনী! এবার একেবারে অন্য অবতারে! ‘দুই শালিক’-এর আদলেই তৈরি হচ্ছে গল্প! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় অভিনেতা? কবে থেকে শুরু সম্প্রচার?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik) দর্শকের হৃদয়ে আলাদা এক জায়গা করে নিয়েছিল। এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিল ‘ঝিলিক’ চরিত্রটি, যেটি প্রাণবন্ত করে তুলেছিলেন অভিনেত্রী ‘নন্দিনী দত্ত’ (Nandini Dutta)। তাঁর ‘জুডো ঝিলিক’ অবতারে সাহস, আবেগ আর স্পষ্ট স্বভাব এখনও অনেকের মনে টাটকা। ধারাবাহিক শেষ হলেও ঝিলিক-প্রেমীদের কল্পনায় নন্দিনী ছিলেন আগের মতোই উজ্জ্বল, কিন্তু অপেক্ষা ছিল আবার কবে ফিরবে পর্দায়?

বেশিদিন অনুরাগীদের অপেক্ষা করলেন না নন্দিনী। ইন্ডাস্ট্রিতে খবর, আবারও তিনি ফিরছেন ছোটপর্দায়। সব অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এক চরিত্রে, নতুন গল্পে আসতে চলেছেন তিনি। এবারও নায়িকা হিসেবেই থাকছেন, তবে এই চরিত্র ‘ঝিলিক’-এর মতো নয়—একেবারে ভিন্ন স্বাদের। প্রধান চরিত্রে তাঁকে ঘিরেই চলছে এক নতুন ধারাবাহিকের পরিকল্পনা, যা বর্তমানে প্রস্তুতির পর্যায়ে।

জানা যাচ্ছে, এই ধারাবাহিক শুধুই একটি প্রেমকাহিনি নয়। এখানেও ‘দুই শালিক’-এর মতো থাকবে দুটি আলাদা জুটি, দুটি সম্পর্কের টানাপোড়েন আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। গল্পে নন্দিনীর পাশাপাশি থাকবেন আরেক জনপ্রিয় অভিনেত্রী। দুই নারী চরিত্রের মাঝে পড়ে যাবে এক যুবক। সে কি প্রেমের টানেই হেলে পড়বে একদিকে, না কি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলবে নতুন মোড়ের জন্ম?

এই দোটানার মধ্যেই তৈরি হবে মূল উত্তেজনা। এতক্ষণে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, কে হবেন নায়ক? আর কোন চ্যানেলে দেখা যাবে এই নতুন ধারাবাহিক? ধারাবাহিকটির নাম এখনও চূড়ান্ত না হলেও, এটি নির্মাণ করছে অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজ। আর নন্দিনীর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন টেলিপাড়ার পরিচিত মুখ সোমরাজ মাইতি। সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়।

প্রোমো শুটিং শুরু হবে জুলাইয়ের শেষেই, আর ধারাবাহিকটি সম্প্রচারিত হবে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই—যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয়। নতুন এই মেগা নিয়ে দর্শকমহলে ইতিমধ্যেই কৌতূহল বাড়ছে। নন্দিনীর অনুরাগীরা তো বটেই, ‘দুই শালিক’ দর্শকদের কাছেও এটি হতে চলেছে এক নতুন রোমাঞ্চের গল্প। এবার দেখার, ‘ঝিলিক’-এর পর নতুন এই রূপে দর্শকের মন কতটা জয় করতে পারেন নন্দিনী।

Piya Chanda