শেষের দোরগোড়ায় এসে পৌঁছেছে ‘মিঠিঝোরা’ (Mithijhora Ending)। ইতিমধ্যেই শ্যুটিংয়ের পর্ব শেষ। ধারাবাহিকের শেষ দিনে আবেগে ভেসেছেন কলাকুশলীরা, ক্যামেরার পেছনে চোখের কোণে জমেছে জল। তবে ক্যামেরার সামনের গল্প খানিক বাকি। আর এখন এমন মোড় এসেছে গল্পে, যা দেখে ধন্দে পড়েছেন দর্শকরা। অনির্বাণ-রাইয়ের সম্পর্ক কি তবে ডিভোর্সের দিকেই এগোচ্ছে? শেষ পর্বে কি দেখা যাবে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে দর্শকের মনে।
এদিকে বর্তমান পর্ব অনুযায়ী সন্তান জন্মের পর রাইয়ের জীবনে নেমে এসেছে মানসিক দুর্যোগ। সে এখন ‘পোস্টপার্টেম ডিপ্রেশনের’ শিকার। তার মন খারাপ, অস্থির আর সন্দেহপ্রবণ হয়ে উঠেছে সিমি-অনির্বাণকে ঘিরে। রাইয়ের এমন অবস্থায় একটুও সহানুভূতির জায়গা না রেখে দূরে সরে যাচ্ছে অনির্বাণ। সংসার করার ইচ্ছেই আর নেই বলে জানিয়ে দিয়েছে সে। বরং বন্ধু সিমিকে ডেকে বলেছে, সে ডিভোর্স দিতে চায়।
এই উত্তাল সম্পর্কের কেন্দ্রে অনির্বাণের শৈশবের বান্ধবী সিমিই, সেটা জানে না রাইয়ের সন্দেহ তাঁর উপর। অবসাদের সঙ্গে সঙ্গে সেই সন্দেহও গ্রাস করছে রাইকে। সিমির উপস্থিতি নিয়েও বারবার কটূ কথা বলে ফেলেছে সে। অনির্বাণ এসবকে মানতে পারছে না, সম্পর্কের মাঝে তৈরি হয়েছে বিশাল ফাঁক। যদিও পরে সিমি নিজেই রাইকে বোঝানোর দায়িত্ব নেয় এবং দুজনের মাঝে থাকা বিভ্রান্তির মেঘ সরাতে সাহায্য করে।
তবে ধারাবাহিকের শেষের দিকে দেখা যাচ্ছে একটু আশার আলো। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, মেয়ে বিল্লিকে নিয়েই সুখে সংসার করবে রাই-অনির্বাণ। শেষে সব ভুল বোঝাবুঝি কাটিয়ে কাছাকাছি আসবে রাই-অনির্বাণ। দুজনের চোখে আবারও জাগবে পুরনো উষ্ণতা। শেষ প্রোমোার ঝলকে, পিছনে দাঁড়িয়ে সিমির শান্ত হাসি যেন জানিয়ে দিল, সম্পর্ক ভাঙা নয়, গড়ার দায়িত্বই ছিল তার।
আরও পড়ুনঃ নতুন ধারাবাহিকে ফিরছেন ‘ঝিলিক’ ওরফে নন্দিনী! এবার একেবারে অন্য অবতারে! ‘দুই শালিক’-এর আদলেই তৈরি হচ্ছে গল্প! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় অভিনেতা? কবে থেকে শুরু সম্প্রচার?
শেষমেশ দুজনকে এক করেই যেন নিজেকে প্রমাণ করেছে সে। আরেক দিকে অন্য চরিত্রগুলোর জীবনেও এসেছে স্থায়িত্ব। স্রোত-সার্থক একসঙ্গে, নীলু তার ভালোবাসা খুঁজে পেয়েছে ক্রান্তির মধ্যে। জীবন এগিয়ে যাচ্ছে তার ছন্দে। তবে সবকিছুর কেন্দ্রে একটাই বার্তা—সম্পর্ক ভাঙার থেকেও বড় হলো বোঝাপড়া, সময়, আর নিজের উপর আস্থা। ‘মিঠিঝোরা’র শেষ পর্ব সেই কথাই বলবে নিঃশব্দে।