Connect with us

Bangla Serial

Deepa-Mishka: মিশকার মতো সতীন নিয়ে সংসার করতে আপত্তি নেই দয়ার সাগর দীপার! নিজেই ছাড়াল জেল থেকে! চরম ট্রোল

Published

on

Mishka Deepa

বাংলা ধারাবাহিকের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের নাম অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের দুনিয়ায় এক নতুন মাইলস্টোন তৈরি করেছে। এসভিএফ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিক এই মুহূর্তে বাংলা সেরা। টিআরপি তালিকায় অন্যান্য ধারাবাহিকগুলির মধ্যে স্থানের রদবদল ঘটলেও এই ধারাবাহিকটি কিন্তু প্রথম স্থান টানা নিজের দখলে রেখেছে।

যে সমস্ত বাঙালি বাংলা টেলিভিশন প্রেমী তারা অবশ্যম্ভাবী এই ধারাবাহিকটি দেখেন। সূর্য দীপার প্রেম, খল চরিত্রে মিশকার অভিনয় দর্শকদের আলাদাভাবে আকর্ষিত করেছে। এই ধারাবাহিক দীর্ঘদিন ধরে নায়ক নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝি দেখিয়ে গল্পকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। যদিও অবশেষে দর্শকদের কথা মাথায় রেখে পরিবর্তিত হয়েছে এই ধারাবাহিকের গল্প।

এক হয়েছে সূর্য-দীপা। ‌ কিন্তু যেখানে ভিলেন রূপে রয়েছে মিশকা সেখানে কি এতটা সুখে সংসার করতে পারা সম্ভব সূর্য-দীপার পক্ষে? অবশ্য‌ই নয়। এই সিরিয়ালের প্রত্যেকটি পর্ব‌ই এখন দারুণ জমজমাট হচ্ছে। একদিকে যেমন ফের দূরত্ব তৈরি হচ্ছে সূর্য-দীপার মধ্যে। অন্যদিকে আবার‌ নিজের গর্ভের সন্তানকে হাতিয়ার করে সেনগুপ্ত বাড়িতে ঢুকে সূর্যকে হাতিয়ে নেওয়ার ফন্দি আঁটছে মিশকা।

মিশকা অন্তঃসত্ত্বা আর সেই কারণেই দয়ার সাগর দীপা সিদ্ধান্ত নিয়েছে যে সে মিশকাকে জেল থেকে ছাড়িয়ে আনতে চায়। নিজের বাড়ির লোকের হাজার বারণ সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে। সূর্যর সঙ্গে এই নিয়ে দীপার সঙ্গে কথা কাটাকাটি হলেও পরে দীপার জেদের কাছে হার মানে সূর্য। নিজের স্ত্রীর সিদ্ধান্তকে সম্মতি জানায় সে।

আরও পড়ুনঃ চয়নকে বাঁচাতে মন্ত্রীকে শাসিয়ে এল পর্ণা! রাস্তায় গাড়িচাপা দিয়ে মারার ফন্দি মন্ত্রীর

আর এবার এই নিয়েই শুরু হয়েছে সোশ্যাল মাধ্যমে হইচই। এবার চেযে মিশকাকে সেনগুপ্ত বাড়িতে ঢোকাচ্ছে দীপা। অর্থাৎ সতীন নিয়ে সংসার করতে তার কোনই সমস্যা নেই। যে মিশকাকে তাড়ানোর জন্য এত কিছু।‌ তাকেই আবার যেচে বাড়িতে ঢুকিয়ে দীপা যে নতুন বিপদের জন্য সেটা তো সবারই জানা।‌ আর এবার এইসব নিয়েই সোশ্যাল মাধ্যমে চলছে ব্যাপক ট্রোলিং। মিশকা ক্ষতি করবে জেনেও তার মতো মেয়েকে নিয়ে সংসার করতে চাইছে দীপা। আর তাই দীপার মানসিকতা নিয়েই উঠেছে প্রশ্ন।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)