জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের

সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই দেখতে দেখতে দেড় বছর কেটে গেল। দু’মাস ধরে অনেক সহ্য করেছে দর্শকরা। সিডি বয় হারিয়ে গেছিল, ফিরে এসেছিল রিকি দ্য রকস্টার হয়ে। পরশুদিন হয়েছে পর্দা ফাঁস। পিসেমশাই আর ওমি আগারওয়ালকে ধরে নিয়ে গেছে পুলিশ। পিপি জ্ঞান হারিয়ে ফেলেছে, নন্দা অঝোর ধারায় কাঁদছে। তবে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এটাই অনেক। তবে এখনো শকে রয়েছে মোদক পরিবার।

তবে মোদক পরিবার আবার ঝড়ঝাপটা কাটিয়ে ফিরে আসবে কিন্তু দর্শকদের মন খারাপ। তারা কালকেই জানতে পেরেছে, সিরিয়ালে ফিরছে না প্রধান অভিনেত্রী। সিরিয়াল ছেড়ে দিয়েছেন এই নায়িকা। তাকে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না ধারাবাহিকে, লোকে জিজ্ঞাসাও করত কোথায় সেই অভিনেত্রী? তিনি পাহাড়ে বেড়াতে গেছিলেন। ফিরে আসার পর মিঠাইয়ের ৫০০ পর্ব সেলিব্রেশনে তাকে দেখে আশা জেগেছিল এই বোধহয় তিনি ফিরবেন‌।

images 5

 

কিন্তু অর্কজা আচার্য বলে দিলেন, তিনি আর মিঠাইয়ে আর ফিরবেন না। অর্থাৎ বিদায় নিচ্ছেন আইপিএফ অফিসার ধারা নয়ত হবে মুখবদল। কাল একটি স্টোরিতে তিনি জানিয়েছেন তিনি আর মিঠাইয়ে ফিরছেন না।জানা গিয়েছে, তিনি আকাশ আটে একটি ধারাবাহিকে নায়িকা সাজছেন। অনেকের ধারণা তিনি সাহেবের চিঠিতেও অভিনয় করতে পারেন।

IMG 20220604 WA00162

 

Piya Chanda

                 

You cannot copy content of this page