জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বেঁচে থাকতে কদর দেয়নি, আজ অভিষেক অভিষেক করছে!’, আবার ক্ষুব্ধ স্ত্রী সংযুক্তা

মাস দুয়েক আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে টলিউডকে বিদায় জানালেন জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জী। নায়কের মৃত্যুর খবরে চমকে ওঠে দর্শক থেকে তাঁর সহকর্মীরা। এত কম বয়সে কী করে হঠাৎ করেই মারা গেলেন অভিনেতা সেই নিয়ে শুরু হয় জোর আলোচনা।

পরে অভিষেকের সঙ্গে হওয়া নানান বঞ্চনার কথা উঠে এসেছিল নেটিজেনদের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পাশাপাশি প্রতিবাদে সরব হয়ে ওঠে তাঁর একদল ফ্যান। যদিও শুরুর দিকে নানা মন্তব্য উঠে এলেও মুখ খোলেননি অভিনেতার স্ত্রী সংযুক্তা এবং মেয়ে ডল। কিন্তু এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা গেল প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তাকে।

প্রয়াত অভিনেতার স্ত্রী জানিয়েছেন তিনি মনে করেন এখনও তাঁর সঙ্গে রয়েছেন স্বামী এবং প্রতি মুহূর্তে ত

নায়কের অস্তিত্ব অনুভব করেন। এদিন তিনি আরো জানিয়েছেন যে অভিনেতার মৃত্যুর পর থেকে তিনি আরো ভালো ভাবে মানুষ চিনতে পারলেন। কারণ অভিনেতা বেঁচে থাকাকালীন যারা তাকে একটুও গুরুত্ব দেয়নি তারাই এখন নানাভাবে শোক প্রকাশ করেছে।

সংযুক্তা চ্যাটার্জী জানিয়েছেন আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গিয়েছেন তিনি। কারণ তিনি মনে করেন মেয়ের জন্য তাঁকেই এখন শক্ত হতে হবে। বাবার স্বপ্ন যাতে মেয়ে পূরণ করে সেটাই দেখা এখন তাঁর কাজ। পাশাপাশি সত্যিকারে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদেরকে কঠিন সময়ে তিনি পাশে পেয়েছে গর্বিত বলে দাবি করলেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page