জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলার ছোট বড় দুই সুপারস্টার দেব প্রসেনজিৎ নিয়ে আসছেন “কাছের মানুষ”! মুক্তি পাবে বুম্বাদার জন্মদিনে

দুজনেই টলিউডের পরিচিত ব্যক্তিত্ব। উত্তম কুমারের পরবর্তী সময়ে যাঁরা বাংলা সিনেমার হাল ধরেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব।

এবার জানা গেলো দুজন আসছেন একসঙ্গে। এই খবর চমকে দিয়েছে দুজনের অনুরাগীদের। বাংলায় প্রসেনজিৎ এবং দেবের অনুরাগীর সংখ্যা কম নয়। এবার দুই দলের জন্যেই এটা একটা দারুন খুশির খবর।

চমকটা বেশ কিছুদিন আগেই পাওয়া যায়। খবর হলো যে দুজন একসঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন। কাছের মানুষ সিনেমায় দুজনকে দেখা যাবে একসঙ্গে। সিনেমা নিয়ে মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ।

জানা গেলো যে কয়েকদিন আগেই শেষ হলো এই সিনেমার শুটিং। এবার জানা গেলো মুক্তির তারিখ। তাতে রয়েছে বড় চমক। ৩০ সেপ্টেম্বর বুম্বাদা আর দেবের এই সিনেমা আসছে পর্দায়।

এই দিনটা কিন্তু দুজনের মধ্যে একজনের কাছে খুব স্পেশাল। তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এইদিন প্রসেনজিতের জন্মদিন। দেবের প্রযোজনা। তারিখ ঘোষণা করার পর প্রসেনজিৎ টুইট করেন যে পুজো কাটুক কাছের মানুষের সঙ্গে।

পরিচালনা করছেন পথিকৃত বসু। ইশা সাহাকেও দেখা যাবে এই সিনেমায়। গত বছর মহালয়ার দিন এর মোশান পোস্টার সামনে আসে। সেই থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। কালো পোশাকে বুম্বাদার লুক যেনো ভেঙে পড়া মানুষ আর দেব যেনো কোনও প্রশ্নের উত্তরের আশায় বসে তাঁর সামনে।

Piya Chanda

                 

You cannot copy content of this page