এক সময় ছোটপর্দায় তাঁকে না দেখলে যেন চলত না! ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের খুকুমণি হয়ে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। সেই জনপ্রিয়তা এখনো অটুট। মাচা শোতে গেলে আজও দর্শক খুকুমণির সংলাপ শোনার আবদার করেন তাঁর কাছে। তবুও পর্দায় আর দেখা যাচ্ছে না এই প্রতিভাবান অভিনেত্রীকে। কী কারণে হঠাৎ ছোট পর্দা থেকে দূরে সরে গেলেন তিনি?
গত দেড় বছর ধরে দীপান্বিতা নেই কোনও ধারাবাহিকে। বরং সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে একটি ওয়েব সিরিজ়ে। ‘প্রফেসর সেনগুপ্ত’ নামক সেই সিরিজ়ে এক ঝাঁক অভিজ্ঞ অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনুজা রায় এবং জিৎসুন্দর চক্রবর্তীর মতো নামকরা শিল্পীদের পাশে নিজেকে নতুনভাবে প্রমাণ করার সুযোগ পেয়েছেন। ওয়েব মাধ্যমে কাজের এই অভিজ্ঞতা নিঃসন্দেহে দীপান্বিতার কেরিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা।
দর্শকদের একটাই প্রশ্ন—এত প্রতিভা, এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন দীপান্বিতার ঝুলিতে কাজের সংখ্যা কমছে? আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপান্বিতা জানালেন, “আমি অনেক নামী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি কাজের জন্য। কিন্তু ওখানে কাজ পান তাঁরাই, যাঁরা সংস্থার ঘনিষ্ঠ। অভিনয় দেখেই আমাকে সুযোগ দিয়েছেন ‘ক্লিক’ প্ল্যাটফর্ম। বাকিরা পরিচিত মুখদের নিয়েই ব্যস্ত।” তাঁর আক্ষেপ, যোগ্যতা নয়, বরং সম্পর্কের ভিত্তিতেই কাজ মেলে এই ইন্ডাস্ট্রিতে।
‘খুকুমণি হোম ডেলিভারি’-র পর আরও দু’টি ধারাবাহিকে কাজ করেছিলেন দীপান্বিতা। কিন্তু দু’টি ধারাবাহিকই খুব অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতা তাঁকে কিছুটা হলেও হতাশ করেছে। অনেক দিন ধরে ভালো চরিত্রের জন্য অপেক্ষা করেছেন তিনি। তবে দর্শকদের ভালোবাসা আর বিশ্বাসই তাঁর চালিকাশক্তি। তাই এখনো অপেক্ষা করছেন সঠিক সুযোগের।
আরও পড়ুনঃ ফিরছেন ‘নিম ফুলের মধু’র পর্ণা? মুখ খুললেন পল্লবী নিজে, টেলিভিশনে কামব্যাক নিয়ে জল্পনা তুঙ্গে!
ভবিষ্যতে ছোট পর্দায় আর দেখা যাবে না তাঁকে? এই প্রশ্নের উত্তর অবশ্য খোলাখুলি দিয়েছেন দীপান্বিতা। জানালেন, “ভালো চরিত্র, ভালো গল্প পেলে অবশ্যই ফিরব। এখনো যে স্বপ্ন দেখি, পর্দায় নিজেকে নতুন করে আবিষ্কারের।” তাই একথা জোর দিয়ে বলা যায় না যে ছোট পর্দার সঙ্গে তাঁর সম্পর্ক চিরতরে ছিন্ন হয়েছে। হয়তো সময়ের অপেক্ষা, একদিন ফের খুকুমণির মতোই আলোড়ন তুলবেন দীপান্বিতা।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।