বাংলা ধারাবাহিকের নিয়মিত দর্শকদের কাছে একটি পরিচিত নাম পল্লবী শর্মা। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পর্ণার চরিত্রে তাঁর অভিনয় মন জয় করেছিল সকলের। যদিও বেশ কিছুদিন হল এই ধারাবাহিকটি শেষ হয়েছে, কিন্তু দর্শকদের মনে পল্লবী এখনো সমানভাবে গেঁথে রয়েছেন। বিশেষ করে অভিনেত্রী বর্তমানে ছোটপর্দা থেকে কিছুটা বিরতিতে রয়েছেন বলেই জল্পনা আরও তীব্র। অনুরাগীরা মুখিয়ে ছিলেন—আবার কবে ফিরবেন ছোটপর্দায় পল্লবী?
‘নিম ফুলের মধু’-র নায়ক ইতিমধ্যেই ‘তুমি আমার হিরো’ ধারাবাহিকের মাধ্যমে পর্দায় ফিরেছেন। কিন্তু সেই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ পল্লবী শর্মাকে আর কোথাও দেখা যাচ্ছে না—এমনটাই অনুযোগ দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ঘুরতে দেখা যাচ্ছে, পল্লবী নাকি খুব তাড়াতাড়ি আবার ফিরছেন নতুন কোনও ধারাবাহিকে। তবে এ সব গুঞ্জনের কোন ভিত্তি আছে কি? নাকি শুধুই ভক্তদের আশা?
সম্প্রতি ‘টলি ভিশন’ নামক একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে ধরা দিয়েছেন পল্লবী শর্মা। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়—বর্তমানে তিনি কেমন আছেন, কীভাবে সময় কাটছে? অভিনেত্রীর উত্তর ছিল একেবারেই স্পষ্ট। তিনি জানান, “এই মুহূর্তে আমি পল্লবী হয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছি। রান্না করি, ঘুমাই, কখনও ঘুরতে বেরিয়ে পড়ি। আমি এখন আমার মতো করেই বাঁচছি।” তবে তাঁর এই উত্তরেই থেমে থাকেনি সবকিছু। এরপরই এল বড় ঘোষণার ইঙ্গিত।
পল্লবীকে সরাসরি প্রশ্ন করা হয়, কবে আবার তাঁকে দেখা যাবে ছোটপর্দায়? প্রশ্ন শুনে অভিনেত্রী একরাশ হাসি নিয়ে বলেন, “আমি খুব শীঘ্রই ফিরব পর্দায়। তবে এবার আমি আমার প্রথম আর দ্বিতীয় কাজের চেয়ে আরও ভালো কিছু দিতে চাই। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছি।” তাঁর এই মন্তব্যেই পরিষ্কার, যে শুধু গুঞ্জন নয়—এইবার সত্যিই নতুন কোনও চরিত্রে দর্শকদের সামনে ফিরতে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ পুজোর আগেই বড় চমক রুকমার! আচমকাই অভিনয় ছেড়ে এবার কি শুরু করলেন একেবারে নতুন জার্নি?
তবে কোন প্রযোজনা সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বা কবে থেকে শুটিং শুরু হতে পারে—সে বিষয়ে পল্লবী মুখ খুলতে নারাজ। বোঝাই যাচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করতে চাইছেন না তিনি। তবে অভিনেত্রীর এই মন্তব্যই যথেষ্ট তাঁর অনুরাগীদের উত্তেজনা চাগিয়ে তোলার জন্য। এখন দেখার, কোন চরিত্রে, কোন গল্পে আবার ফিরবেন ছোটপর্দার প্রিয় পর্ণা।