জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুজোর আগেই বড় চমক রুকমার! আচমকাই অভিনয় ছেড়ে এবার কি শুরু করলেন একেবারে নতুন জার্নি?

টলিপাড়ার পরিচিত মুখ তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দা, সিরিজ থেকে রিল—সব ক্ষেত্রেই নিজস্ব অভিনয়গুণে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেত্রী রুকমা রায়কে নিয়ে। ‘কিরণমালা’ ধারাবাহিকের মাধ্যমে যাঁর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল, সেই রুকমা গত কিছুদিন ধরেই অভিনয় থেকে খানিকটা বিরতি নিয়েছেন। তবে তাঁর দুনিয়া থেকে দর্শককে একেবারে দূরে সরিয়ে দেননি। বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবারই নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় রুকমা। লাইফস্টাইল, ট্র্যাভেল, ফুড—সব মিলিয়ে তাঁর ইউটিউব ভ্লগিং চ্যানেলটিও বেশ জনপ্রিয়। কিছুদিন আগেই রুকমা একটি পোস্টে ইঙ্গিত দেন, খুব শিগগিরই একটি নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি। যদিও তখন মুখ খুলতে চাননি অভিনেত্রী। অনুরাগীদের মনে বাড়তে থাকে প্রশ্ন—এই নতুন অধ্যায় কি অভিনয় সংক্রান্ত? নাকি কোনও ব্যক্তিগত খবর? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রুকমা নিজেই জানালেন তাঁর সেই নতুন পথচলার খবর।

অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায় নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন রুকমা রায়। শুরু করেছেন নিজের শাড়ির ব্র্যান্ড—‘ফেমে’। বাংলা নারীর শাড়ির প্রতি টান, নিজের শাড়িপ্রীতি এবং এক নিজস্বতা তৈরি করার ইচ্ছেই তাঁকে এই উদ্যোগে আগ্রহী করে তোলে। রুকমার কথায়, “শাড়ি পরতে আমি খুব ভালবাসি। মনে হল, নিজের পছন্দের শাড়িতেই এবার অন্য মেয়েদের সাজিয়ে তুলব।”

‘ফেমে’ ব্র্যান্ডে থাকছে সবধরনের ট্র্যাডিশনাল ও কনটেম্পোরারি শাড়ির সম্ভার। থাকছে নামী ডিজাইনারদের সিলেকশনও। শুধু শাড়ি নয়, অতিরিক্ত আকর্ষণ হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজের কালেকশন। রুকমা জানান, “কমফোর্ট আর স্টাইলকে মাথায় রেখেই সব ধরণের শাড়ি রেখেছি ব্র্যান্ডে। কারণ এখন শাড়িও ট্রেন্ডি হয়ে উঠেছে।”

সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তার আগেই এই নতুন ব্র্যান্ড লঞ্চ করেছেন রুকমা। নতুন কালেকশনে থাকছে পুজোর জন্য বিশেষ কিছু চমক। অভিনেত্রীর কথায়, “অনুরাগীরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এই ব্র্যান্ড তাদের জন্য আমার তরফে উপহার। চাইব, অভিনয়ের মতোই এই নতুন যাত্রাতেও পাশে থাকুন সকলে।”

Piya Chanda

                 

You cannot copy content of this page