জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“দেখো, আমার জীবনেও সত্যিকারের ভালোবাসা এসেছে!”— তিন বছর পর তিথির জীবনে ফিরে এল ভালোবাসা! ভ্লগ করতে গিয়েই প্রেমে পড়লেন ‘ঝিলিক’! চেনেন তাঁর সেই বিশেষ মানুষটিকে? অভিনেত্রী কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

দর্শকের মনের মণিকোঠায় আজও তিনি সেই ছোট্ট ঝিলিক। ‘মা’ (Maa) ধারাবাহিকের সুবাদে যাঁর নাম আজও মনে রেখেছেন বাংলার টেলিভিশনপ্রেমীরা। অভিনেত্রী ‘তিথি বসু’ (Tithi Basu), যিনি দীর্ঘদিন অভিনয়ের জগৎ থেকে দূরে। তবে সৃজনশীলতাকে একেবারে বিদায় জানাননি। নতুন রূপে, নতুন জগতে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তিনি। এখন তাঁর পরিচয় ইউটিউবার এবং ব্লগার হিসেবে।

বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, নতুন অভিজ্ঞতা তুলে ধরেন ক্যামেরার মাধ্যমে। আর সেখানেই ইঙ্গিত মিলেছে জীবনের নতুন পর্বের। সম্প্রতি, তাঁর ব্যক্তিগত জীবনেও এসেছে বসন্তের ছোঁয়া। তিন বছর আগে সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণাকে সামনে এনেছিলেন সাহসিকতার সঙ্গে। সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছিলেন বিচ্ছেদের কথা। এবার যখন জীবনে ফিরে এসেছে প্রেম, সেখানেও রাখলেন স্বচ্ছতা। তবে পুরোটা নয়— কিছুটা ঢেকে, কিছুটা রেখে দিলেন রহস্যের পর্দা।

নতুন প্রেমিকের সঙ্গে প্রথম ছবি পোস্ট করলেন তিথি, যদিও মুখটা ঢেকে দিয়েছেন হৃদয়ের স্টিকারে। কারণ? নজর লাগার ভয়! তিথির কথায়, “আমি নজর লাগায় খুব বিশ্বাস করি। তাই এখনই ওর মুখ কাউকে দেখাতে চাই না। কিন্তু ইচ্ছে তো হয়, সবাইকে বলি— দেখো, আমার জীবনেও সত্যিকারের ভালোবাসা এসেছে।” উল্লেখ্য, কাজের সূত্রেই দু’জনের আলাপ। এক সংস্থার হয়ে ভ্লগ করতে গিয়ে পরিচয় শুভজিতের সঙ্গে।

সেখান থেকেই আলাপ জমে ওঠা, আর সময়ের সঙ্গে গড়ে ওঠে এক আন্তরিক সম্পর্ক। একে অপরকে বোঝার ফাঁকে তৈরি হয়েছে নির্ভরতার জায়গা। শুভজিৎ চক্রবর্তী পেশায় একেবারেই আলাদা। আগে চাকরি করতেন, তবে এখন নিজের ব্যবসা শুরু করেছেন। ভ্লগিংয়ে তিথিকে সহযোগিতাও করেন অনেক সময়। একসঙ্গে কাজের পাশাপাশি বেড়িয়ে পড়াও হয় নানা জায়গায়। তিথির প্রতিটি ইউটিউব ভ্লগে যেন তাঁর ছোঁয়া থেকে যায়।

এই নীরব সঙ্গী হয়ে উঠেছেন তাঁর জীবনের অঙ্গ। তবে বিয়ে? এই প্রসঙ্গে স্পষ্ট কিছু বলতে চান না তিথি। আপাতত প্রেমে সুখী তাঁরা। ভবিষ্যতের সিদ্ধান্ত সময়ের উপরেই ছেড়ে দিয়েছেন দু’জনে। জীবনের নতুন অধ্যায়ে তিনি রয়েছেন খুশিতে, কিন্তু আর পাঁচটা তারকার মতো নিজের গণ্ডির সীমা টানতেও জানেন। প্রকাশ্যে এসেছেন, কিন্তু গোপন কিছু ভালোবাসা রেখে দিয়েছেন নিজস্ব পরিসরে।

Piya Chanda

                 

You cannot copy content of this page