ন’বছর আগের ছবি, অথচ এখন যেন ফের নতুন করে আগুন জ্বেলেছে বিনোদন দুনিয়ায়। এক সময়ের হিট জুটি দেব-শুভশ্রীর রসায়ন নিয়ে এখন চর্চার শেষ নেই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনাতেও আবার উঠে এসেছে সেই পুরনো প্রেম, বিচ্ছেদ, আর সেই সঙ্গে জুড়ে গেছে ‘ধূমকেতু’র আসন্ন মুক্তি। অথচ এই উন্মাদনার কেন্দ্রে দাঁড়িয়ে একমাত্র যিনি নিশ্চুপ, তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কেন এমন নীরবতা তাঁর? ঠিক কী বলছেন তিনি এই ছবি ও দুই তারকা জুটিকে নিয়ে?
সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘পুতুলনাচের ইতিকথা’র বিশেষ প্রদর্শনে হাজির হয়েছিলেন কৌশিক। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, “আমি এত উন্মাদনার মধ্যে আগে কখনও পড়িনি। এটা এক অদ্ভুত অনুভূতি।” তবে এই উন্মাদনাকে তিনি স্বাগত জানালেও স্পষ্ট জানালেন, ‘ধূমকেতু’ অন্য ধরনের ছবি, যেটিকে অন্য কোনও মেইনস্ট্রিম ছবির সঙ্গে তুলনা করা ঠিক হবে না। তিনি এ-ও বললেন, দেব-শুভশ্রীর তারকাখ্যাতি নয়, বরং ছবির প্রয়োজনেই তিনি তাঁদের বেছে নিয়েছেন।
পরিচালক জানালেন, “দেব-শুভশ্রী তখন নিজেদের নতুনভাবে মেলে ধরার ঠিক মুখে ছিলেন।” তাঁর মতে, ওঁরা স্টার নয়, বরং অভিনেতা হিসেবে কাজ করেছেন ছবিতে। শুটিংয়ের সময় তাঁদের নিষ্ঠা এবং পরিশ্রম আজও মনে রেখেছেন কৌশিক। নৈনিতালে বরফের মধ্যে শুটিং চলাকালীন দেব নিজে স্পট বয়দের সঙ্গে মিলে বরফ সরিয়েছেন। প্রতিটি দৃশ্যেই দু’জনের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে যত্ন করে চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা ছিল বলেই তাঁর দাবি।
ছবির শুটিংয়ের আগেই দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙে গিয়েছিল। তবুও ছবিতে রয়েছে একাধিক রোমান্টিক মুহূর্ত। এই প্রসঙ্গে কৌশিক বললেন, “ওঁরা প্রচণ্ড প্রফেশনাল। ক্যামেরার সামনে আসার আগে ব্যক্তিগত সব অনুভূতি দূরে সরিয়ে রাখতেন। আর ক্যামেরার সামনে এমন প্রেম করতেন, যেন সেই প্রেম কোনোদিন ফুরোবার নয়।” ব্যক্তিগত সম্পর্ক বা গসিপে তাঁর কোনও আগ্রহ নেই বলেও কৌশিক স্পষ্ট জানান।
আরও পড়ুনঃ জি বাংলায় জুটিতে ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা! ছ’বছর পর ছোটপর্দায় কামব্যাক, নতুন কোন গল্প নিয়ে আসছে পুরনো জুটি?
তিনি মনে করেন, আজকের সমাজ এবং সংবাদমাধ্যম খুব বেশি তারকাদের ব্যক্তিজীবনে নজর দেয়। কিন্তু একজন শিল্পী কীভাবে পরিবার সামলান বা কীভাবে নতুন কিছু সৃষ্টি করেন, সেই দিকগুলোও সমান গুরুত্বপূর্ণ। কৌশিক বলেন, “আমি নিজের জীবনেও ব্যক্তিগত জায়গায় কাউকে ঢুকতে দিই না। অন্যের ক্ষেত্রেও সেটাই চাই।” ‘ধূমকেতু’-কে ঘিরে বেড়ে ওঠা আগ্রহে তিনিও আনন্দ পান, তবে তাঁর দৃষ্টিতে দেব-শুভশ্রী শুধু তারকা নন, বরং পর্দায় নিবেদিত প্রাণ দুই অভিনেতা। আর তাই সময়ের পরীক্ষায় টিকে থাকছে তাঁদের পর্দার রসায়ন, যা আজও নতুন প্রজন্মকে আকৃষ্ট করে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।