জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় জুটিতে ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা! ছ’বছর পর ছোটপর্দায় কামব্যাক, নতুন কোন গল্প নিয়ে আসছে পুরনো জুটি?

দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছে ছোটপর্দা! বহুদিন পর আবার একসঙ্গে ফিরছেন সেই জনপ্রিয় জুটি, যাঁদের রসায়নে একসময় কাঁপিয়ে দিয়েছিল বাংলা টেলিভিশন। ২০১৮ সালে ‘ফাগুন বউ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল যাঁদের, ছ’বছর পর ফের তাঁদের একফ্রেমে দেখতে চলেছেন দর্শকরা। মুখ্য চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। ফলে প্রশ্ন উঠছে—তাহলে কি এবার নতুন কোনও ধারাবাহিকে ফিরছেন তাঁরা?

গত কয়েক বছরে টেলিভিশন দুনিয়ায় দেখা যায়নি বিক্রম-ঐন্দ্রিলাকে একসঙ্গে। দু’জনেই আলাদা আলাদা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। বিক্রম বড়পর্দায় কেরিয়ার গুছিয়েছেন, ঐন্দ্রিলাও করেছেন একাধিক ছবি। তবে এবার তাঁদের একসঙ্গে ফিরে আসা নিয়ে তুঙ্গে উত্তেজনা। নতুন কোনও গল্পে জুটি হিসেবে তাঁদের দেখতে পাওয়া যাবে—এই সম্ভাবনা জোরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার নানা চর্চায়।

জি বাংলার একটি নতুন প্ল্যাটফর্ম ‘জি বাংলাসোনা’—সেখানেই ফিরছেন বিক্রম ও ঐন্দ্রিলা। একসঙ্গে আবার তাঁদের ফিরতে দেখে দর্শক মনে ফিরে আসছে পুরনো স্মৃতি। তাঁদের জুটির টান, সম্পর্কের খুনসুটি—সবকিছুই যেন আবার ফিরে আসতে চলেছে। এমনকি কিছু ভক্ত তো ইতিমধ্যেই কল্পনা করে ফেলেছেন, এটা কোনও প্রেমের গল্প না কি পারিবারিক নাটক?

‘ফাগুন বউ’-এর পরে এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাঁরা। বিক্রম জানিয়েছেন, “ঐন্দ্রিলার সঙ্গে আবার একসঙ্গে কাজ করছি, সেটা একটা আলাদা আনন্দ দিচ্ছে। দু’জনেই নিজেদের মতো করে কেরিয়ার নিয়ে এগিয়ে গিয়েছিলাম। এবার আবার ফ্লোর শেয়ার করব।” ঐন্দ্রিলাও জানিয়েছেন, “এই কাজটার প্রস্তাব প্রথমে বিক্রমই আমাকে দেয়। শুনেই আমি রাজি হয়ে যাই।”

তবে সব জল্পনায় জল ঢেলে দিয়ে শেষে জানা গেল—এটা কোনও ধারাবাহিক নয়। বরং একেবারে নতুন স্বাদের একটি গেম শো-র সঞ্চালক হিসেবে জুটিতে ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা। নতুন টিভি চ্যানেল ‘জি বাংলাসোনা’য় অগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এই শো-এর সম্প্রচার। এখানেই দর্শকদের সঙ্গে মেতে উঠবেন তারকারা। অর্থাৎ, এবার গল্প নয়, বরং খেলার মঞ্চে বিক্রম-ঐন্দ্রিলার চেনা রসায়নে মাতবে গোটা বাংলা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।