জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় শেষ হচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক! ‘দুগ্গামণি’-র পর কি এবার ‘চিরদিনই’? এবার ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে মুখ খুলে কি বললেন দিতিপ্রিয়া?

মাত্র দুই মাস হলো জি বাংলায় শুরু হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) । ইতিমধ্যেই খবর মিলেছে একই মাসে শুরু হওয়া ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’ (Duggamoni O Bagh Mama) নাকি শেষের পথে! এই নিয়ে দর্শকদের মন খারাপের শেষ নেই, কিন্তু এরই মধ্যে টেলিপাড়ায় গুঞ্জন হয়তো খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে এই চিরদিনই তুমি যে আমারও! কারণ হিসেবে সামনে এসেছে চ্যানেল ও প্রযোজনা সংস্থার মধ্যে নাকি কিছু মতবিরোধ।

কিন্তু আদৌ কি এমন কিছু ঘটছে? দর্শকদের মনে শুরু হয়েছে উদ্বেগ। এই ধারাবাহিক কিন্তু শুরু থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিক দিয়েই বহুদিন পর ছোট পর্দায় ফিরেছেন জিতু কামাল, আর এই প্রথম বার দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর জুটি বাঁধা। অপু ও আর্যের অসমবয়সী প্রেমের রসায়ন দেখেই মুগ্ধ হয়েছেন দর্শকরা। গল্প শুরুতে যতই বিতর্কের মুখে পড়ুক, এখন তা টিআরপি তালিকায় ভালই জায়গা করে নিচ্ছে।

Zee Bangla, New Serial, Chirodini Tumi Je Amar, Ditipriya Roy, Jeetu Kamal, Arka Jyoti Paul Chaudhury, Arya-Apu, Rebirth Theory, New Promo, জি বাংলা, নতুন ধারাবাহিক, চিরদিনই তুমি যে আমার, দিতিপ্রিয়া রায়, জিতু কমল, অর্কজ্যোতি পাল চৌধুরী, আর্য-অপু, পুনর্জন্মের রহস্য, নতুন প্রোমো

অনেকেই বলছেন, এই ধারাবাহিকের মধ্যে একটা সতেজতা আছে, যা আলাদা করে নজর কেড়েছে। তবে সম্প্রতি খবর রটে যে, ‘দুগ্গামণি’-র মতো এটিও হঠাৎ শেষ হয়ে যেতে পারে, তখন অনেকেই ভেবেছিলেন সত্যিই কি আবার আরও একটা ভালো জুটি হঠাৎ বিদায় নেবে পর্দা থেকে? সেই জল্পনায় কার্যত জল ঢেলেছেন মুখ্য অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নিজেই। এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘চিরদিনই তুমি যে আমার’ এখনই শেষ হচ্ছে না। যা রটছে, তা নিছক রটনা মাত্র!

দিতিপ্রিয়ার এই মন্তব্যের পর অনেকটাই স্বস্তিতে ভক্তরা। কারণ, ‘চিরদিনই তুমি যে আমার’-এর গল্পটা অনেকটা তাঁদের জীবনের মতো। অসম বয়সের প্রেম, সামাজিক দৃষ্টিভঙ্গি, পারিবারিক জটিলতা—এই সবকিছুর মধ্য দিয়ে একটা বাস্তব ছবিই তুলে ধরা হচ্ছে। আর তাতে প্রাণ দিচ্ছেন জিতু-দিতিপ্রিয়া জুটি। তাঁদের অভিনয় দক্ষতাও এই ধারাবাহিককে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সব মিলিয়ে, এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ শেষ হওয়ার কোনও প্রশ্নই নেই। বরং ধারাবাহিকের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল বলেই মনে করছেন অনুরাগীরা। প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেলের সম্পর্ক থাক বা না থাক, যতক্ষণ না দর্শক গল্পে আগ্রহ হারাচ্ছেন, ততদিন পর্যন্ত এই জুটি ছোটপর্দায় দর্শকদের মন জয় করে যাবে বলেই আশা।

Piya Chanda