অবশেষে, আদিকে নিয়ে মুখোমুখি লড়াইয়ে নামলো শুভ-মোহনা। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, একই রেস্টুরেন্টে আচমকাই দেখা হয়েছে শুভ-আদির সঙ্গে মোহনাদের। এমন সময়, মোহনা আদিকে দেখে খুব খুশি হয়ে যায়, আর বলে তাঁদের সঙ্গেই বসতে।
এরপর, আদি-শুভ পাশাপাশি বসেছে দেখে রাগ হতে থাকে মোহনার। আকাশের জন্মদিন উপলক্ষে কেক কাটলো আর সেই কেক আবার আদি নিজে হাতে খাইয়ে দিল শুভকে। এই দেখে মোহনার এতো রাগ হল যে, কাঁচের গ্লাস ভেঙে নিজের রাগ প্রকাশ করছে। মোহনার এই ব্যবহার স্পষ্ট বুঝতে পারলো আকাশ। এরপর, আকাশ পরিস্থিতি বুঝে অজুহাতে বোনকে নিয়ে চলে যায়।

এরপর, আদি শুভকে নিয়ে এই হোটেলে ডিনার করতে চাইলেও শুভর আর ইচ্ছে করে না। বাড়ি ফিরে এসে শুভ আবারও কাঁদতে শুরু করে। শুভ বলে, এখন আদির কাছে তাঁর এবং মোহনার জায়গা এক হয়ে গেছে। এমন সময় আদি তাকে বলে সে আর তাকে বোঝাতে পারবে না। কারণ যে বুঝতে চায় না তাকে বুঝিয়ে কোনো লাভ নেই।
এর পরের দিন সকালবেলায় শুভ ঘর গোছানোর সময় আসে জিনিয়া। আকাশকে উপহার পাঠানোর ব্যাপারটা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলেও জিনিয়া ইচ্ছে করে তাঁর বন্ধুর দাম্পত্য জীবনের ঝামেলার কথা বলতে শুরু করে যাতে শুভ মনি মোহনাকে নিয়ে আরো সন্দেহ তৈরী হয়। এমন সময় শুভও মনে মনে ভাবতে থাকে, সে যখনই মন খারাপ করে থাকি জিনিয়া কেন বারে বারে এইভাবে তাকে সম্পর্কের ভাঙ্গনের কথা বলে।
আরও পড়ুনঃ বৃষ্টিভেজা রাতে পারুল-রায়ান একসাথে হোটেল রুমে! নেশার ঘোরে কী হলো পারুল-রায়ানের মধ্যে? আচমকাই হাজির শিরীন! পারুলের সোজা উত্তরে রাগে ফুঁসছে সে! ‘পরিণীতা’তে আজকে টানটান পর্ব!
এরপর শুভ, জিনিয়ার কথা থামিয়ে তাঁকে বলে যেকোনো সম্পর্কে ওঠা নামা রয়েছে, তাই সেইসব কিছু যে যেভাবে সামলাতে পারে, এই বলে কাটিয়ে দেয় শুভ। এরপর, শুভ সম্পর্কের ব্যাপার নিয়ে খোলাখুলি কথা বলতে চায় মোহনার সঙ্গে আর সেই জন্যেই তাকে ফোন করে একটা জায়গায় ডেকে পাঠায়। দেখা হলে মুখোমুখি শুভ মোহনা ভালোবাসার চ্যালেঞ্জ ছুড়ে দেয় একে অপরের দিকে। শুভ মোহনাকে বলে তার সিঁথির সিঁদুরের জোর রয়েছে, আজকে কেউ কখনো তার থেকে আলাদা করতে পারবেনা।
অন্যদিকে আবার মোহনা বলে আয়ানকে যদি সে শুভর থেকে নিয়ে নিতে চায় তাহলে যে কোনোভাবেই সে নিয়ে নিতে পারে। অন্যদিকে স্টোরে কাজে ব্যস্ত আদি আর তখনই ফোন আসে মোহনার। ফোন করে মোহনা বলে, ‘তুমি আমাকে এমন ভাবে কেন অপমান করলে আয়ান?’