জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে গেল রায়ান-পারুলের সম্পর্ক! পারুলের মাতাল স্বীকারোক্তিতে দাদুর মাথায় বাজ! শিরীনের চোখের সামনে প্রেমে মাতাল রায়ান-পারুল! এবার বদলা নিতে এক হবে শিরীন-তূর্য?

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায় পারুল দাদুকে ফোন করতে যায় রায়ানের নেশা করা আটকানোর জন্য। কিন্তু রায়ান পারুলকে আটকাতে জোর করে আরও কিছুটা নেশা করিয়ে দেয়। এরপর নিজেও খানিকটা খেয়ে নেয়। পারুল নেশার ঘোরে রায়ানকে মুগ্ধ হয়ে দেখতে থাকে আর বলে রায়ান তাঁর সবচেয়ে কাছের মানুষ, ভালো বন্ধু।

পারুল কৃতজ্ঞতা জানিয়ে বলে রায়ান না থাকলে সে আজকে থাকত না, কারণ প্রতিবার রায়ান তাঁকে বাঁচিয়েছে। উল্টোদিকে রায়ানও পারুলকে জড়িয়ে ধরে বলে পারুল না থাকলে রায়ানের জীবন নষ্ট হয়ে যেত, ইউনিভার্সিটি থেকেও হয়তো কবেই তাড়িয়ে দিত। পারুল নেশার ঘোরে বলে সবই ঠিক ছিল, আর তারা খুব ভালো বন্ধু হতে পারত যদি না আশুতোষ মনে দাদু তাঁদের বিয়েটা জোর করে দিত।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

নেশার ঘোরে পারুল ঠিক করে দাদুকে ফোন করে সবটা জানাবে। রায়ান অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু পারুল কিচ্ছু শোনে না বরং ফোন করে দাদুকে বলেন তিনি খুব খারাপ লোক, বাড়ির সকলের জীবন বিপন্ন করে রেখেছেন আর ওনার জন্যই সবার মধ্যে এতো সমস্যা। পারুল এতোকিছু বললেও দাদু কিছুই শুনতে পান না। ফোনটা কেটে দিতেই পারুল আবার মাতলামি শুরু করে।

নাচ করতে চায় পারুল আর রায়ানও সঙ্গ দেয়, দুজনে নাচ-গান করতে থাকে। অন্যদিকে শিরীন রায়ানের চিন্তায় ফোন করে কারণ পরীক্ষার আগের দিন সাধারনত রায়ান শিরীনের আগে-পিছে ঘোরে পরীক্ষার খাতা দেখবে বলে। শিরীন ফোন করলে রায়ানকে, ফোনটা ধরে পারুল আর বলে যে তারা হানিমুনে এসেছে আর ওষুধ খেয়ে পার্টি করছে। শিরীনের রাগ এবার আরও চরমে উঠে যায়।

নাচ-গান শেষ করে রায়ান পারুলের মাথায় হাত বুলিয়ে দেয়, দুজনে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিরীনের ফোন ঘুম ভাঙে রায়ানের। ঘুরে দাঁড়িয়ে দেখে শিরীন পাশেই বসে আছে, দুজনকে ঘনিষ্ট অবস্থায় দেখে শিরীন রায়ানের সাথে সব সম্পর্ক শেষ করে চলে যায় আর পারুলের মনে পড়ে ইউনিভার্সিটি যেতে হবে পরীক্ষা শুরু হতে বেশি সময় নেই। পরীক্ষার হলে সবাই রায়ান আর পারুলের জন্য চিন্তা করতে থাকে।

শেষ মুহূর্তে দুজনে এসে পৌঁছায়। পরীক্ষা শুরু হলে শিরীন রায়ানকে কিছুই দেখতে চায় না, রায়ানের পরিস্থিতি বুঝে পারুল সাহায্য করে। পরদিন পরীক্ষার হলে শিরীন রায়ানকে বলে যে আজ তাঁকে খাতা দেখাবে, কিন্তু রায়ান সাফ জানিয়ে দেয় সে সেটার দরকার হবে না কারণ পারুল সারারাত ধরে তাঁকে পড়িয়েছে। রাগে শিরীন হাত মেলায় তূর্যের সঙ্গে, পারুলের থেকে বদল নিতে! এবার কি হবে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।

Piya Chanda