জি বাংলা (zee Bangla) ধারাবাহিক প্রযোজনায় নতুন গল্প নিয়ে হাজির হতে চলেছে। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ নতুন একটি সিরিয়ালের প্রোমো প্রকাশ করেছে, যা ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। এই প্রোমোটি এক ঝলকেই দর্শকদের মন জয় করে নিয়েছে, এবং নতুন গল্পের আভাসে তারা বেশ উচ্ছ্বসিত।
এই নতুন সিরিয়ালটি এসভিএফ প্রোডাকশনের উদ্যোগে তৈরি হচ্ছে। এটি চ্যানেলের পরবর্তী বড় প্রজেক্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ধারাবাহিকটি চেনা ছক থেকে একটু ভিন্ন পথে হাঁটবে। দর্শকদের কাছে এক নতুন ধরনের গল্প ও চরিত্র তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশিত প্রোমোতে জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে এক ভিন্ন রূপে দেখা গেছে। ‘রাণী রাসমণি’ সিরিয়ালের পর দীর্ঘদিন পর তাঁকে ছোটপর্দায় দেখা যাবে এই নতুন সিরিয়াল, ‘তোমাকে ভালোবেসে’-তে। তাঁর অনুরাগীরা প্রোমো দেখে দারুণ খুশি এবং তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিয়ালের সম্প্রচারের জন্য।
অন্যদিকে, সিরিয়ালের নায়ক হিসেবে রাহুল মজুমদারের নাম শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিরিয়ালের স্লট নিয়ে কিছুটা জল্পনা থাকলেও ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ৬:৩০-র দুর্বল স্লটে এটি সম্প্রচারিত হতে পারে। তবে নির্দিষ্ট সময়সূচি নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি প্রযোজনা সংস্থা।
আরও পড়ুনঃ উপহারে পেলেন শাড়ি, সোনার পলা বাঁধানো, সেটে এসে শ্বেতাকে আইবুড়ো ভাত খাওয়ালেন ভক্ত, ভালোবাসায় চোখে জল নায়িকার
দিতিপ্রিয়ার অনুরাগীরা তাঁকে ফের ছোটপর্দায় দেখতে পেয়ে আপ্লুত। অন্যদিকে, সিরিয়ালের ভিন্নধর্মী গল্পের আভাস ইতিমধ্যেই দর্শকদের আকর্ষণ বাড়িয়েছে। চ্যানেল কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগ বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।